NIFT Kangra Recruitment 2021: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অধীনে নিয়োগ; জানুন বিশদে

Last Updated:

প্রার্থীদের আগামী ১০ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#কাংড়া: সম্প্রতি কাংড়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির (National Institute of Fashion Technology) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন নন-টিচিং (Non-teaching) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থী শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NIFT Kangra Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১০ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
যোগ্যতা, বিশদ নির্বাচন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের বিস্তারিত জানার জন্য, প্রার্থীদের নিচে দেওয়া চাকরির বিজ্ঞপ্তি পড়তে হবে-
advertisement
advertisement
NIFT Kangra Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NIFT Kangra Recruitment 2021:শূন্যপদে বিস্তারিত বিবরণ
অ্যাসিট্যান্ট (ফিনান্স এবং অ্যাকাউন্টস)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট (অ্যাডমিন)-১টি পদ
অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (গার্লস)-২টি পদ
স্টেনোগ্রাফার গ্রেড-৩- ১টি পদ
নার্স-১টি পদ
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট-৭টি পদ
মেশিন মেকানিক-৩টি পদ
ল্যাব অ্যাসিস্ট্যান্ট-৭টি পদ
সংস্থা:ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, কাংড়া (National Institute of Fashion Technology)
advertisement
পদের নাম:অ্যাসিট্যান্ট (ফিনান্স এবং অ্যাকাউন্টস), অ্যাসিস্ট্যান্ট (অ্যাডমিন), অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন (গার্লস), স্টেনোগ্রাফার গ্রেড-৩, নার্স, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মেশিন মেকানিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদের সংখ্যা:২৩
কাজের স্থান:কাংড়া
কাজের ধরন:স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি:লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:কিছু জানানো হয়নি
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অফলাইন
আবেদনের শেষ দিন:১০.০২.২০২২
advertisement
NIFT Kangra Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রদত্ত নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণের পর প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘Director, National Institute of Fashion Technology (NIFT), Kangra,NIFT Campus, Chheb, Kangra, Himachal Pradesh 176001’। এনভেলাপের ওপর আবেদন করার নির্দিষ্ট পদে নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেটের স্ব-স্বাক্ষরিত ফটোকপি পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে ১০ জানুয়ারি, ২০২১ বা তার পূর্বে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NIFT Kangra Recruitment 2021: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অধীনে নিয়োগ; জানুন বিশদে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement