সেপ্টেম্বরে প্রথম সেমেস্টারের পরীক্ষা। প্রথম বার সেমেস্টার সিস্টেমে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। কীভাবে প্রশ্নপত্র হবে? কী কী আঙ্গিকে উত্তর দিতে হবে? এবার প্রথম সেমেস্টারে অকৃতকার্য হলে পরের সেমেস্টারে কি পরীক্ষা দেওয়া যাবে? এইসব একাধিক প্রশ্নের উত্তরদিলেন বেলদা গঙ্গাধর অ্যাকাডেমীর সহকারী প্রধান শিক্ষক বিজন কুমার ষড়ঙ্গী।
সেপ্টেম্বরে পরীক্ষায় প্রাকটিক্যাল বেসড বিষয় এবং প্রাকটিক্যাল ছাড়া বিষয়ের নম্বরের মাপকাঠি রয়েছে। যার সময়সীমাও ভিন্ন ভিন্ন। স্বাভাবিকভাবে পরীক্ষা পদ্ধতি জেনে সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হবে। প্রশ্নপত্রের পাশাপাশি থাকবে ওএমআর শিট। যেখানে সঠিক উত্তরের বক্সে পূরণ করতে হবে।
advertisement
আরও পড়ুন: অবশেষে ৩৬টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু….! কাটতে চলেছে নিয়োগ জট
আরও পড়ুন: পছন্দের বিষয়ে সার্টিফিকেট কোর্স করতে চান? সুযোগ দিচ্ছে নামজাদা বিশ্ববিদ্যালয়
স্বাভাবিকভাবে একই নিয়ম মেনে পরীক্ষা হবে দ্বিতীয় সেমেস্টারেও। তবে সেক্ষেত্রে থাকবে লিখিত ধর্মী প্রশ্ন উত্তর। একাদশ এবং দ্বাদশ শ্রেণির সেমেস্টার সিস্টেমে পরীক্ষা ব্যবস্থার খুঁটিনাটি তথ্য তুলে ধরলেন এই শিক্ষক।
রঞ্জন চন্দ