ভারত সরকারের ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে এবার পোস্টাল স্ট্যাম্পে আইআইটি খড়গপুর। ডাক টিকিতে থাকবে প্রাচীন আইআইটি খড়গপুরের ছবি, তা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে এই অভিনব সিদ্ধান্ত আইআইটি কর্তৃপক্ষের।
advertisement
ইতিমধ্যেই বীরভূমের শান্তিনিকেতনে আয়োজিত ভারতীয় ডাক বিভাগের এক বিশেষ অনুষ্ঠানে উন্মোচন হয় আইআইটি খড়্গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ডাক টিকিট। আইআইটির সূত্রে খবর,এক গৌরবজ্জ্বল অধ্যায় সূচনা হল এই পোস্টাল স্ট্যাম্পের মধ্য দিয়ে। যা শুধু ভারত বর্ষ নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এক নতুন দিগন্ত উন্মোচিত করবে।
আরও পড়ুন: ‘ভয় পাবেন না, একজনের গায়ে আঁচড় লাগলে আমার গায়ে লাগবে’, SIR বিরোধী সভায় হুঙ্কার মমতার
স্বাধীন ভারতে প্রযুক্তিবিদ্যার উন্মেষ ঘটাতে হিজলি বন্দিনিবাস থেকে শুরু হয় আইআইটি খড়গপুরের পথচলা। সামান্য কয়েকজন ফ্যাকাল্টি হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে প্রযুক্তিবিদ্যার প্রতিষ্ঠান শুরু হয় মেদিনীপুরে। রেলশহর খড়্গপুরে প্রতিষ্ঠিত এই আইআইটি খড়গপুর থেকে আজ সারা বিশ্বব্যাপী একাধিক পড়ুয়া ও কৃতি প্রতিষ্ঠিত। আইআইটি খড়গপুর থেকে নিজেদের জীবন শুরু করেছেন সুন্দর পিচাই থেকে একাধিক প্রতিভাবানেরা। গৌরবকে ধরে রাখতে অভিনব ভাবনা ভারতীয় ডাক বিভাগের।
খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী মন্তব্য করেছেন, ‘এই স্মারক ডাকটিকিট উন্মোচন আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। এটি আমাদের যাত্রা, আমাদের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের জন্য আইআইটি খড়গপুরের দৃষ্টিভঙ্গির প্রতি ভারতের আস্থা প্রতিফলিত করে।’ জাতীয় স্তরে এক অভিনবত্বের সাক্ষী রাখল আই আই টি খড়গপুর। আই আই টি খড়্গপুরে প্রাচীন ভবনের ছবি থাকবে পোস্টাল স্ট্যাম্পে। যা জাতীয় স্তরে এক মাইল ফলক।





