TRENDING:

IIT Kharagpur: আইআইটি খড়গপুরের মুকুটে আবারও নতুন পালক! 'এই' অধ্যাপক পাচ্ছেন বিশেষ সম্মান, জানলে গর্বে বুক ফুলবে

Last Updated:

আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক ভারতের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি (NASI) এর ফেলো নির্বাচিত হয়েছেন। আর এতেই খুশি সকলের মধ্যে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: আইআইটি খড়গপুরের মুকুটে ফের নতুন পালক। নিজের কাজের স্বীকৃতি স্বরূপ এক অধ্যাপক পাচ্ছেন এক সম্মানজনক পুরস্কার। ইতিমধ্যেই এই গর্বের কথা জানিয়েছে প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। প্রতিষ্ঠানের পরপর একাধিক সম্মাননা মেলায় বেশ খুশির আবহ। আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নিলয় গাঙ্গুলি ভারতের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি (NASI) এর ফেলো নির্বাচিত হয়েছেন। আর এতেই খুশি সকলের মধ্যে। খুশির আবহ প্রতিষ্ঠানের এই বিভাগের মধ্যেও।
অধ্যাপক নিলয় গাঙ্গুলি
অধ্যাপক নিলয় গাঙ্গুলি
advertisement

১৯৩০ সালে বিশিষ্ট অধ্যাপক মেঘনাদ সাহা কর্তৃক প্রতিষ্ঠিত, ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স হল ভারতের প্রাচীনতম বিজ্ঞান অ্যাকাডেমি এবং ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং DSIR দ্বারা একটি বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা সংস্থা যা (SIRO) দ্বারা স্বীকৃত। এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের ফেলো হিসেবে বিবেচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক নিলয় গাঙ্গুলি।

advertisement

আরও পড়ুন: ট্রলার থেকে পড়ে ফের নিখোঁজ মৎস্যজীবী, কীভাবে ঘটল এমন ভয়ঙ্কর ঘটনা? জানুন বিস্তারিত

নেটওয়ার্ক সায়েন্স, মেশিন লার্নিং, ন্যাচারাল  ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং তথ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে অধ্যাপক গাঙ্গুলির অসামান্য অবদানের জন্য এই মর্যাদাপূর্ণ সম্মাননাটি প্রদান করা হবে। সৃজনশীলতা এবং গভীরতার দ্বারা চিহ্নিত তাঁর গবেষণা অনলাইন সোস্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে মলিকুলার সিনথেসিস পর্যন্ত বিস্তৃত অ্যাপ্লিকেশনগুলিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। অধ্যাপক গাঙ্গুলি বলেন, তার এই সম্মাননা শুধু নিজের প্রাতিষ্ঠানিক দিকের বৃদ্ধি করবে তাই নয়, পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়গপুরের নাম বিশ্ব মানচিত্রে এক বিশেষ প্রভাব ফেলবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

NASI-তে তাঁর নির্বাচন তাঁর কাজের সুদূরপ্রসারী প্রভাবের প্রতিফলন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎকর্ষতা বৃদ্ধির জন্য আইআইটি খড়গপুরের বিজ্ঞান গবেষণাকে আরও শক্তিশালী করবে বলে মত ওয়াকিবহাল মহলের। এই অসাধারণ কৃতিত্বের জন্য অধ্যাপক গাঙ্গুলিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: আইআইটি খড়গপুরের মুকুটে আবারও নতুন পালক! 'এই' অধ্যাপক পাচ্ছেন বিশেষ সম্মান, জানলে গর্বে বুক ফুলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল