যদি কেউ নির্দেশ না মানেন, তা হলে অনুপস্থিত হিসাবে তাঁকে ধরা হবে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। স্কুলের গরমের ছুটি শেষ হয়ে স্কুল খুললেই এই নির্দেশিকা মানতে হবে। স্কুলগুলিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে কার্যকারিতা আনার জন্যই এই নির্দেশ।
যদি কোনও শিক্ষক-শিক্ষিকা অনুপস্থিত থাকেন বা এই নিয়ম না মানেন, তা হলে প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকা এবং সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা রিপোর্ট পাঠাবেন পর্ষদকে। সোমবার এই মর্মে মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা পাঠাল রাজ্যজুড়ে স্কুলগুলিকে।
advertisement
এর আগে রাজ্য সরকারি কর্মচারিদের মধ্যে শৃঙ্খলার বাতাবরণ ফিরিয়ে আনতে এমনই এক সিদ্ধান্তের কথা রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল৷ সেখানে বলা হয়েছিল, টিফিন ব্রেকে অন্য কোথাও চলে যেতে পারবেন না কর্মচারিরা, অন্য কিছু করতেও পারবেন না, ওটি শুধু টিফিনের জন্যই ব্যবহার করা যাবে৷
আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
এ ছাড়া ডিউটিতে থাকাকালীন যদি কোনও কর্মচারি অফিস ছাড়েন, তাঁকে নির্দিষ্ট দফতরের প্রধানের থেকে অনুমতি নিতে হবে৷ তিনি অনুমতি দিলেই সেই কর্মী বাইরে যেতে পারবেন৷