TRENDING:

Digha Job Alert: দিঘায় এবার কর্মসংস্থানের জোয়ার! কোথায় বাড়ছে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন

Last Updated:
Digha Job Alert: দিঘায় এবার কর্মসংস্থান বাড়বে। উচ্ছ্বসিত দিঘার ব্যবসায়ী মহল থেকে স্থানীয় বাসিন্দারা। দিঘা ও সংলগ্ন এলাকার এক্সপোর্ট ব্যবসাকে আরও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার উদ্যোগে এগিয়ে এসেছে সরকার।
advertisement
1/6
দিঘায় এবার কর্মসংস্থানের জোয়ার! কোথায় বাড়ছে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন
*দিঘায় এবার কর্মসংস্থান বাড়বে। উচ্ছ্বসিত দিঘার ব্যবসায়ী মহল থেকে স্থানীয় বাসিন্দারা। দিঘা ও সংলগ্ন এলাকার এক্সপোর্ট ব্যবসাকে আরও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার উদ্যোগে এগিয়ে এসেছে সরকার। বহুদিন ধরেই দিঘার রফতানি নির্ভর অর্থনীতিতে নতুন দিশা আনার দাবি ছিল ব্যবসায়ীদের। বর্তমান বাজারে পিছিয়ে যাচ্ছিল দিঘার এক্সপোর্ট ব্যবসা। ব্যবসায়ীদের মতে, এই ধারণা বাস্তবায়িত হলে দিঘায় এক্সপোর্ট আরও বাড়বে। কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে।
advertisement
2/6
*দিঘা মোহনা পূর্ব ভারতের অন্যতম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র। শুধু মাছ নয়, কাজুর রফতানির ক্ষেত্রেও জেলার এই অঞ্চল অনুকূল। কিন্তু উপযুক্ত পরিকল্পনা ও আধুনিক মার্কেটিংয়ের অভাবে এত বড় রফতানি সম্ভাবনা থাকা সত্ত্বেও দিঘা ক্রমশ পিছিয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে দিঘার এক্সপোর্ট সেক্টরকে আবার গতিময় করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
advertisement
3/6
*দিঘার এক্সপোর্ট ব্যবসাকে আধুনিকায়নের লক্ষ্যে মঙ্গলবার দিঘায় অনুষ্ঠিত হল ন্যাশনাল সেমিনার অন এক্সপোর্ট প্রমোশন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। সেমিনারে দিঘার শতাধিক এক্সপোর্ট ব্যবসায়ী অংশ নেন। এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটেশন, কলকাতার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়। দফতরের অভিজ্ঞ আধিকারিকরা রফতানি বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং আধুনিক বিপণন পদ্ধতি সম্পর্কে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন।
advertisement
4/6
*সেমিনারে ব্যাখ্যা করা হয় কীভাবে একটি কাঁচামাল থেকে নানা ধরনের ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করা সম্ভব। প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং থেকে শুরু করে, প্রোডাক্টের গুনগতমান—সব দিকেই ব্যবসায়ীদের বোঝান হয়। জানান হয়, দেশ-বিদেশের বাজারে রফতানি করতে হলে কী ধরনের প্রস্তুতি নিতে হবে। আধিকারিকরা বোঝান আধুনিক যুগে অফলাইন মার্কেটিংয়ের তুলনায় ডিজিটাল মার্কেটিং কতটা প্রয়োজনীয় এবং তা ব্যবসার প্রসার বাড়াতে কীভাবে ভূমিকা রাখে।
advertisement
5/6
*সেমিনারে উপস্থিত দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনে সভাপতি শ্যামসুন্দর দাস বলেন, “এই সেমিনার দিঘার এক্সপোর্টারদের অনেকটাই সাহায্য করেছে। অনেকেই ডিজিটাল মার্কেটিংয়ের আসল গুরুত্ব বুঝতে পেরেছেন। তারা বুঝতে পেরেছেন, শুধুমাত্র সামুদ্রিক মাছ নয়—সেই মাছ প্রক্রিয়াজাত করে আরও নানান প্রোডাক্ট তৈরি করে বিক্রি করা সম্ভব। এতে বাজার বাড়বে, রফতানি বাড়বে আর এতে দিঘায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”
advertisement
6/6
*ব্যবসায়ীদের দাবি, সরকারের এই সেমিনার বাস্তবায়িত হলে দিঘার এক্সপোর্ট সেক্টর আরও বৃদ্ধি পাবে। দিঘায় আধুনিক প্রযুক্তি ও সঠিক প্রশিক্ষণের ফলে রফতানির পরিধি বাড়বে। স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। রপ্তানিমুখী শিল্প বাড়লে, বাড়বে কর্মসংস্থানের সুযোগ।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Digha Job Alert: দিঘায় এবার কর্মসংস্থানের জোয়ার! কোথায় বাড়ছে কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল