Abhishek Banerjee | Kuntal Ghosh: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা

Last Updated:

Abhishek Banerjee | Kuntal Ghosh: অভিষেককে জিজ্ঞাসাবাদের পর ফের কুন্তলকে জেরা করবে সিবিআই।

এবার ফের কুন্তলকে জেরা!
এবার ফের কুন্তলকে জেরা!
কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর থেমে থাকছে না সিবিআই। সূত্রের খবর, এবার অভিষেক-কুন্তলের বয়ান মেলাবে সিবিআই। কুন্তলকে ফের জেলে গিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর ফের কুন্তলকে জেরা করে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছে সিবিআই। একইসঙ্গে অভিষেক-কুন্তলের বয়ান মিলিয়ে দেখবে সিবিআই।
প্রসঙ্গত, কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। শনিবার সকাল ১১টায় অভিষেককে নিজাম প্যালেসে যেতে বলা হয়েছিল নোটিসে। সেই মতো নবজোয়ার যাত্রা স্থগিত রেখে কলকাতায় ফেরেন অভিষেক। তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে, ২২ মে ফের সোনামুখী থেকে নবজোয়ার যাত্রা শুরু করবেন অভিষেক। উল্লেখ্য, শুক্রবারই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে। পাশাপাশি অভিষেক এবং কুন্তলকে ২৫ লাখ টাকা করে জরিমানা দিতে নির্দেশ দেন বিচারপতি।
advertisement
advertisement
শনিবার সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব শেষে নিজাম প্যালেসে সিবিআই অফিস থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তদন্তকারী সংস্থা যা জানতে চেয়েছে, সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। একইসঙ্গে কুন্তল ঘোষ প্রসঙ্গে বলেন, ”আমি কোনওদিন দেখিইনি, চিনিই না… আমার ফোনে কথাও হয়নি।” অভিষেকের বক্তব্য, সেদিন শহিদ মিনারের সভামঞ্চ থেকে তিনি কোথাও কুন্তল ঘোষের নাম নেননি। বলেন, ”২৯ মার্চ শহীদ মিনার ময়দানে যে বক্তব্য রেখেছিলাম, কোথাও কুন্তল ঘোষের নাম নিইনি। অনেকেই তো গ্রেফতার হয়েছেন। আমি তো কারও নাম নিইনি। আমি কি একবারও বলেছি কুন্তলকে চাপ দেওয়া হয়েছে? আমি বলেছি, মদন মিত্র ও কুণাল ঘোষের সঙ্গে এই কাজ করা হয়েছে। তাঁরা জামিনে মুক্তি পাওয়ার পর, হেফাজতে থাকাকালীন তাঁদের অভিজ্ঞতা আমাকে জানিয়েছেন। সেই ভিত্তিতে আমি বলেছি।”
advertisement
এর আগেও একাধিকবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ডেকে পাঠানো হয়েছে অভিষেককে। কখনও দিল্লিতে, কখনও কলকাতার অফিসে। আর এবার সিবিআই ডেকে পাঠিয়েছিল অভিষেককে। কিন্তু অভিষেকের বক্তব্য, সাড়ে ৯ ঘণ্টা ধরে এই জিজ্ঞাসাবাদ পর্বে ‘নির্যাস শূন্য’। বললেন, ”প্রথম দিন থেকে এদের টার্গেট হল অভিষেক বন্দ্যোপাধ্যায়। কীভাবে ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে আমাকে দমিয়ে রাখা যায়, সেই চেষ্টা করছে।’ তাঁর ৬০ দিন ব্যাপী তৃণমূলে নবজোয়ার কর্মসূচিকে বাধা দিতেই এইভাবে ডেকে পাঠানো হচ্ছে বলে দাবি অভিষেকের। যদিও এবার ফের জেলে গিয়ে কুন্তল ঘোষকে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বয়ান মিলিয়ে দেখবে সিবিআই।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee | Kuntal Ghosh: অভিষেককে জিজ্ঞাসাবাদের পরই বড় পদক্ষেপ সিবিআই-এর! আরও চাপ? তোলপাড় বাংলা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement