TRENDING:

West Bengal School Library: দীর্ঘ ১১ বছর নতুন করে কোনও নিয়োগ হয়নি, সরকারি নির্দেশে এ বার এক জন গ্রন্থাগারিক সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার

Last Updated:

গ্রন্থাগারগুলির দেখাশোনার সমস্যা সমাধান করতে এ বার হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গিয়ে গ্রন্থাগার পরিচালনা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: দীর্ঘ ১১ বছর ধরে রাজ্যের সরকারি স্কুলের গ্রন্থাগারগুলিতে গ্রন্থাগারিক নিয়োগ হয়নি। তার ফলে গ্রন্থাগারগুলি দেখভাল নিয়ে তৈরি হয়েছে সমস্যা। সরকারি নির্দেশে এ বার এক জন লাইব্রেরিয়ান সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার।
সরকারি নির্দেশে এ বার এক জন গ্রন্থাগারিক সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার (Representative Image)
সরকারি নির্দেশে এ বার এক জন গ্রন্থাগারিক সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার (Representative Image)
advertisement

গ্রন্থাগারগুলির দেখাশোনার সমস্যা সমাধান করতে এ বার হিন্দু স্কুলের গ্রন্থাগারিককে সপ্তাহে তিন দিন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে গিয়ে গ্রন্থাগার পরিচালনা করতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।

আরও পড়ুন– আগামী ৭ জুলাই, ২০২৫ সোমবার কি ছুটি থাকতে চলেছে সব স্কুল? এক ঝলকে দেখে নিন

অর্থাৎ কলকাতার হিন্দু স্কুলের গ্রন্থাগারিক জিষ্ণু ভট্টাচার্যকে বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগারের দায়িত্বও সামলাতে হবে। সরকারের দেওয়া এই নির্দেশিকায় বলা হয়েছে, জিষ্ণুবাবু সোমবার, মঙ্গলবার ও বুধবার হিন্দু স্কুলের গ্রন্থাগার দেখভাল করবেন। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের গ্রন্থাগার সামলাবেন।

advertisement

এক জন গ্রন্থাগারিককে দু’টি স্কুলের গ্রন্থাগারের দায়িত্ব দেওয়ায় জোর জল্পনা শুরু হয়েছে শিক্ষকমহলে। যদিও এক জন গ্রন্থাগারিককে দু’টি স্কুলের দায়িত্ব দেওয়ায় আইনত কোনও বাধা নেই। কিন্তু শিক্ষক মহলের আশঙ্কা, একজনের হাতে দু’টি স্কুলের দায়িত্বে থাকলে কোনওটাই যথাযথ ভাবে চলবে কী না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন- হোটেলের ঘরের বিছানার উপর কেন বিছানো থাকে পাতলা চাদর বা ‘বেড রানার’? এটা কেবলই অন্দরসজ্জার অঙ্গ না কি এর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

advertisement

বর্তমানে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা ৪১। তার মধ্যে ৩১ স্কুলে গ্রন্থাগার রয়েছে। এবং তার জন্য শূন্যপদ‌ও রয়েছে। বর্তমানে মাত্র চারটি স্কুলে গ্রন্থাগারিক রয়েছেন। বাকি ২৭ পদ শূন্য।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, একটি স্কুলে গ্রন্থাগারিক আছে অপর স্কুলটিতে গ্রন্থাগারিক নেই। তাই পড়ুয়াদের কিছুটা যাতে সুবিধা হয়, তাই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা পিএসসির মাধ্যমে শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করেছি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal School Library: দীর্ঘ ১১ বছর নতুন করে কোনও নিয়োগ হয়নি, সরকারি নির্দেশে এ বার এক জন গ্রন্থাগারিক সামলাবেন দু’টি স্কুলের গ্রন্থাগার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল