হোটেলের ঘরের বিছানার উপর কেন বিছানো থাকে পাতলা চাদর বা ‘বেড রানার’? এটা কেবলই অন্দরসজ্জার অঙ্গ না কি এর কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?

Last Updated:
যাঁরা কোথাও গিয়ে হোটেলে ওঠেন, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে, বিছানার উপর একটা লম্বা কাপড়ের টুকরো বা কাপড়ের স্ট্রিপ পাতা থাকে। মূলত এই কাপড়ের এই স্ট্রিপটার উপর পা রাখেন হোটেলের ঘরে থাকা অতিথিরা। কিন্তু আমরা কখনও কি ভেবে দেখেছি যে, এই কাপড়ের টুকরোর কাজটা ঠিক কী?
1/5
যাঁরা কোথাও গিয়ে হোটেলে ওঠেন, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে, বিছানার উপর একটা লম্বা কাপড়ের টুকরো বা কাপড়ের স্ট্রিপ পাতা থাকে। মূলত এই কাপড়ের এই স্ট্রিপটার উপর পা রাখেন হোটেলের ঘরে থাকা অতিথিরা। কিন্তু আমরা কখনও কি ভেবে দেখেছি যে, এই কাপড়ের টুকরোটার কাজটা ঠিক কী? অনেকেই মনে করতে পারেন, এটি আসলে অন্দরসজ্জার অঙ্গ। আদতে কিন্তু বিষয়টি তেমন নয়। আসলে এই কাপড়ের টুকরোটির অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। (Representative Image)
যাঁরা কোথাও গিয়ে হোটেলে ওঠেন, তাঁরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে, বিছানার উপর একটা লম্বা কাপড়ের টুকরো বা কাপড়ের স্ট্রিপ পাতা থাকে। মূলত এই কাপড়ের এই স্ট্রিপটার উপর পা রাখেন হোটেলের ঘরে থাকা অতিথিরা। কিন্তু আমরা কখনও কি ভেবে দেখেছি যে, এই কাপড়ের টুকরোটার কাজটা ঠিক কী? অনেকেই মনে করতে পারেন, এটি আসলে অন্দরসজ্জার অঙ্গ। আদতে কিন্তু বিষয়টি তেমন নয়। আসলে এই কাপড়ের টুকরোটির অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। (Representative Image)
advertisement
2/5
হোটেলের ঘরের বিছানার উপর পাতা থাকে রঙিন একটি স্ট্রিপ। মূলত অতিথিরা বিছানায় যেদিকে পা রাখেন, সেদিকেই পাতা থাকে সেটি। এই রঙিন স্ট্রিপটিকে বেড রানার বলে ডাকা হয়। এ নিয়ে বহু মানুষের মনে ভুল ধারণা রয়েছে। তবে বাস্তবে কিন্তু বিষয়টা একেবারে অন্যরকম। হসপিটালিটি বিশেষজ্ঞরা বলছেন যে, এই বেড রানারগুলি কিন্তু শুধু অন্দরসজ্জার অঙ্গই নয়, এর একটা গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। সেটা হল - সাদা বেডশিটকে বাইরের ব্যাগ, জুতো কিংবা জামাকাপড় থেকে আসা ধুলোবালির হাত থেকে রক্ষা করা। (Representative Image)
হোটেলের ঘরের বিছানার উপর পাতা থাকে রঙিন একটি স্ট্রিপ। মূলত অতিথিরা বিছানায় যেদিকে পা রাখেন, সেদিকেই পাতা থাকে সেটি। এই রঙিন স্ট্রিপটিকে বেড রানার বলে ডাকা হয়। এ নিয়ে বহু মানুষের মনে ভুল ধারণা রয়েছে। তবে বাস্তবে কিন্তু বিষয়টা একেবারে অন্যরকম। হসপিটালিটি বিশেষজ্ঞরা বলছেন যে, এই বেড রানারগুলি কিন্তু শুধু অন্দরসজ্জার অঙ্গই নয়, এর একটা গুরুত্বপূর্ণ কাজও রয়েছে। সেটা হল - সাদা বেডশিটকে বাইরের ব্যাগ, জুতো কিংবা জামাকাপড় থেকে আসা ধুলোবালির হাত থেকে রক্ষা করা। (Representative Image)
advertisement
3/5
বেড রানার পেতে রাখার কারণটা ঠিক কী? Homemaking.com থেকে জানা যাচ্ছে যে, বাইরে থেকে হোটেলের ঘরের মধ্যে ঢুকে অতিথিরা বিছানার ধারেই নিজেদের ব্যাগ, কোট অথবা জুতো রেখে দেন। এই পরিস্থিতিতে বেড রানারটি বিছানার পরিষ্কার চাদর এবং ব্ল্যাঙ্কেটের জন্য একটা সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। বাইরের ধুলোবালি নষ্ট করে দিতে পারে না বিছানার চাদরকে। অতিথিরা অনেকেই জুতো পরেই বিছানার ধারে বসে পড়েন, কিংবা ব্যাকপ্যাকটা ছুড়ে দেন বিছানার উপর। ফলে বাইরের ধুলোময়লা থেকে বিছানার চাদরকে সুরক্ষা দিতে পারে এটি। (Representative Image)
বেড রানার পেতে রাখার কারণটা ঠিক কী? Homemaking.com থেকে জানা যাচ্ছে যে, বাইরে থেকে হোটেলের ঘরের মধ্যে ঢুকে অতিথিরা বিছানার ধারেই নিজেদের ব্যাগ, কোট অথবা জুতো রেখে দেন। এই পরিস্থিতিতে বেড রানারটি বিছানার পরিষ্কার চাদর এবং ব্ল্যাঙ্কেটের জন্য একটা সুরক্ষাকবচ হিসেবে কাজ করে। বাইরের ধুলোবালি নষ্ট করে দিতে পারে না বিছানার চাদরকে। অতিথিরা অনেকেই জুতো পরেই বিছানার ধারে বসে পড়েন, কিংবা ব্যাকপ্যাকটা ছুড়ে দেন বিছানার উপর। ফলে বাইরের ধুলোময়লা থেকে বিছানার চাদরকে সুরক্ষা দিতে পারে এটি। (Representative Image)
advertisement
4/5
অর্থাৎ এই রঙিন বেড রানারটি ঘরের সৌন্দর্যকে আলাদা মাত্রায় নিয়ে যায়। সেই সঙ্গে বিছানাকেও ময়লা হওয়ার হাত থেকে বাঁচায়। কিন্তু বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে, বিছানার চাদর বা বেডশিট অথবা বালিশের কভারের মতো নিয়মিত কাচা হয় না বেড রানার। তাই হোটেলের ঘরে প্রবেশ করে বিছানা ব্যবহার করার আগে বেড রানারটি সরিয়ে দেওয়াই ভাল। (Representative Image)
অর্থাৎ এই রঙিন বেড রানারটি ঘরের সৌন্দর্যকে আলাদা মাত্রায় নিয়ে যায়। সেই সঙ্গে বিছানাকেও ময়লা হওয়ার হাত থেকে বাঁচায়। কিন্তু বিশেষজ্ঞরা অবশ্য বলছেন যে, বিছানার চাদর বা বেডশিট অথবা বালিশের কভারের মতো নিয়মিত কাচা হয় না বেড রানার। তাই হোটেলের ঘরে প্রবেশ করে বিছানা ব্যবহার করার আগে বেড রানারটি সরিয়ে দেওয়াই ভাল। (Representative Image)
advertisement
5/5
কী কী মাথায় রাখা দরকার? সাম্প্রতিক এক রিপোর্টে Locksmith Dartford-এর নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন যে, হোটেলের ঘরের কিছু জায়গা দেখে সাফসুতরো মনে হলেও আদতে তা নয়। বরং সেই সমস্ত জায়গাকে জীবাণুর আঁতুড়ঘরও বলা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল - বেডস্প্রেডস, ডেকোরেটিভ বালিশ এবং থ্রো ব্ল্যাঙ্কেট। এগুলি আসলে মাসের পর মাস কাচাধোওয়া পর্যন্ত করা হয় না। তার মধ্যে জন্ম নেয় ডেড স্কিন, স্যালাইভা, দেহরস এবং ধুলোবালি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, হোটেলের ঘরের অন্দরে প্রবেশ করার পরেই ডেকোরেটিভ বালিশ এবং বেড রানার সরিয়ে দিতে হবে। (Representative Image)
কী কী মাথায় রাখা দরকার? সাম্প্রতিক এক রিপোর্টে Locksmith Dartford-এর নিরাপত্তা বিশেষজ্ঞ বলেন যে, হোটেলের ঘরের কিছু জায়গা দেখে সাফসুতরো মনে হলেও আদতে তা নয়। বরং সেই সমস্ত জায়গাকে জীবাণুর আঁতুড়ঘরও বলা যেতে পারে। এর মধ্যে অন্যতম হল - বেডস্প্রেডস, ডেকোরেটিভ বালিশ এবং থ্রো ব্ল্যাঙ্কেট। এগুলি আসলে মাসের পর মাস কাচাধোওয়া পর্যন্ত করা হয় না। তার মধ্যে জন্ম নেয় ডেড স্কিন, স্যালাইভা, দেহরস এবং ধুলোবালি। তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, হোটেলের ঘরের অন্দরে প্রবেশ করার পরেই ডেকোরেটিভ বালিশ এবং বেড রানার সরিয়ে দিতে হবে। (Representative Image)
advertisement
advertisement
advertisement