পুজোর আগে টেটের ফলাফল প্রকাশের কথা থাকলেও তা নানা কারণে পিছিয়ে যায়। অবশেষে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল। ২০১৭ সালের প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। পরীক্ষা নেওয়া হয় ২০২১ সালের ৩১ জানুয়ারি।
আরও পড়ুন: শতাধিক শূন্যপদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক নিয়োগ করবে 'এই' বিশ্ববিদ্যালয়
প্রসঙ্গত, প্রাথমিক টেটের এই পরীক্ষা ২০১৭ সালে হওয়ার কথা ছিল।পরীক্ষা দিয়েছিলেন প্রায় আড়াই লক্ষ চাকুরিপ্রার্থী। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছিলেন, "সম্পূর্ণ আইনি জটিলতা এবং ত্রুটিমুক্ত স্বচ্ছ রেজাল্ট বার করার জন্য একটু সময় নিচ্ছি। মূলত, ‘অ্যানসার কি' অর্থাৎ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে তৈরি জটিলতা কাটাতেই লাগছে। ফল প্রকাশ করতে কোনও অসুবিধা নেই। 'অ্যানসার কি' চূড়ান্ত হয়ে গেলে দ্রুত ফল প্রকাশে কোনও বাধা থাকে না। কিন্তু, ফল প্রকাশের পর জটিলতা তৈরি হলে তা কাটার ক্ষেত্রে অনেক অন্তরায় থাকে। সেটা এড়াতেই আমরা আইনি জটিলতামুক্ত ও ত্রুটিহীন রেজাল্ট দিতে হবে।”
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়