এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলের ভিত্তিতে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও ফারমাসির ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া যাবে। ফলাফল জানা যাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in বা wbjeeb.in-এ। ফল জানতে পরীক্ষার্থীদের তৈরি থাকতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে।
advertisement
আরও পড়ুন: হাতির পায়ে পিষে মৃত্যু বৃদ্ধার, পরে মৃতদেহও পিষে দিল দাঁতাল! চাঞ্চল্যকর কাণ্ড
পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্টের ফলাফল প্রকাশিত হবে Rank Card-এর আকারে। এই কার্ডে পরীক্ষার্থীর নাম, বিভাগ, জন্মতারিখ, আবেদনের নম্বর, Rank, মোট প্রাপ্ত নম্বর-সহ অন্যান্য তথ্য থাকবে। আরও বিবরণ জানতে আগ্রহী পরীক্ষার্থীরা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। Rank Card of WBJEE-2022 ডাউনলোড করা যাবে বোর্ডের ওয়েবসাইট থেকে। শুক্রবার বিকেল চারটের পর থেকে কার্ড ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: গম্ভীর দৃশ্যের শ্যুটিংয়ে হাসি থামছে না করিনা কাপুরের, কারণ শুনলে চমকে যাবেন!
চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১০ হাজার বেড়ে ১ লক্ষ ২ হাজারের কাছাকাছি পৌঁছয়। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২৭৭টি। তার মধ্যে ২৭৪টি পরীক্ষাকেন্দ্র ছিল এ রাজ্যে। দুটি কেন্দ্র ছিল ত্রিপুরায় ও একটি অসমে। WBJEE 2022 পরীক্ষা মোট ২০০ নম্বরের হয়েছিল। প্রশ্নপত্রে ১৫৫টি MCQ প্রশ্ন ছিল। কিছু প্রশ্ন ১ নম্বরের এবং কিছু প্রশ্ন ২ নম্বরের ছিল। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট ২০২২ পরীক্ষা হয়েছিল ৩০ এপ্রিল। অ্যানসার কি নিয়ে আপত্তি জানানোর সময়সীমা শেষ হয় ২৮ মে।