বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি মাসে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে বেছে নেওয়া হবে একজন প্রশিক্ষককে। মেদিনীপুর শহরের গোপ এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনের জন্য প্রশিক্ষক নিয়োগ করা হবে। গানের প্রতি দক্ষতা এবং গান নিয়ে পড়াশোনা করা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারবেন। প্রয়োজন পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
advertisement
ছোট ছোট আবাসিকদের গানে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, ১৬ জুলাই ২০২৫, সকাল ১১ টা থেকে মেদিনীপুর শহর স্থিত অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে। জানান হয়েছে ইন্টারভিউতে আসা আবেদনকারীর সংগীত বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।
শুধু তাই নয়, ন্যূনতম পাঁচ বছরে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে হতে হবে পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা। তাই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান এই বিশেষ প্রশিক্ষক পদের জন্য। বিশদে জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি দেখতে পারেন।
রঞ্জন চন্দ