TRENDING:

West Bengal Job Recruitment: আপনার জন্য 'এই' জেলাতেই চাকরির দারুণ সুযোগ! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন এক ক্লিকে

Last Updated:

West Bengal Job Recruitment: গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: আপনি কি ভাল গান গাইতে পারেন? তবে আপনার জন্য এই জেলাতেই রয়েছে চাকরির সুযোগ। অস্থায়ী চুক্তিভিত্তিতে গানের প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকার পরিচালিত একটি সরকারি হোমে একজন মিউজিক ট্রেনার নিয়োগ করা হবে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে এই গানের প্রশিক্ষক নিয়োগ করা হবে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, চলতি মাসে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে বেছে নেওয়া হবে একজন প্রশিক্ষককে। মেদিনীপুর শহরের গোপ এলাকায় অবস্থিত বিদ্যাসাগর বালিকা ভবনের জন্য প্রশিক্ষক নিয়োগ করা হবে। গানের প্রতি দক্ষতা এবং গান নিয়ে পড়াশোনা করা থাকলে আপনি আবেদন জানাতে পারবেন। সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারবেন। প্রয়োজন পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।

advertisement

আরও পড়ুনঃ সুস্বাদু লঙ্কার আচার বানান ঠিক ‘এভাবে’, বছরের পর বছর নষ্ট হবে না! চেয়ে খাবে সবাই, মা-ঠাকুমার সহজ রেসিপি শিখে নিন

ছোট ছোট আবাসিকদের গানে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। জানা গিয়েছে, ১৬ জুলাই ২০২৫, সকাল ১১ টা থেকে মেদিনীপুর শহর স্থিত অতিরিক্ত জেলা শাসকের কার্যালয়ে ওয়াক ইন ইন্টারভিউ এর মধ্য দিয়ে এই প্রশিক্ষক নিয়োগ করা হবে। জানান হয়েছে ইন্টারভিউতে আসা আবেদনকারীর সংগীত বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

advertisement

শুধু তাই নয়, ন্যূনতম পাঁচ বছরে প্রশিক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে হতে হবে পশ্চিম মেদিনীপুরের স্থায়ী বাসিন্দা। তাই দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন জানান এই বিশেষ প্রশিক্ষক পদের জন্য। বিশদে জানতে জেলা প্রশাসনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Job Recruitment: আপনার জন্য 'এই' জেলাতেই চাকরির দারুণ সুযোগ! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন এক ক্লিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল