TRENDING:

West Bengal JEE Result: আড়াই মাস আগে পরীক্ষা হলেও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের ফল! একটি কারণে বেরোচ্ছে না রেজাল্ট?

Last Updated:

West Bengal JEE Result: প্রায় আড়াই মাসের মাথায়ও কবে বের হবে রাজ্য জয়েন্টের রেজাল্ট, তার জবাব দিতে পারল না বোর্ড। সরকারের কাছ থেকে সংরক্ষণ নিয়ে নির্দেশের অপেক্ষায় রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কবে বেরোবে জয়েন্টের ফল?
কবে বেরোবে জয়েন্টের ফল?
advertisement

অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল (আপাই-ডব্লিউ বি)-র প্রি কাউন্সেলিং এডুকেশন ফেয়ারে এসে জানালেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। জুন মাসের ৫ তারিখ ফল প্রকাশের জন্য প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তারপরই ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। ২০১৪ সালের আইন অনুসারে সংরক্ষণ বিষয়টি জয়েন্ট বোর্ডের এখতিয়ারে পড়ে না। সংরক্ষণের বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

advertisement

আরও পড়ুন: ভেঙে পড়ার আগে কেন শক্তি হারায় এয়ার ইন্ডিয়ার বিমান? প্লেন ভাঙার সব তথ্য টেলিমেট্রিতে

সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বর্তমান অবস্থায় সরকারের কাছ থেকে যে রকম নির্দেশ পাব সংরক্ষণ নিয়ে, সেই ভাবে আমরা ফলাফল প্রকাশ করব। নীতিগত নির্দেশের অপেক্ষায় রয়েছি”।

জেইই মেনস, অ্যাডভান্সড এবং সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কাজেই বেশি রাজ্যের কলেজগুলিতেও স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া আবেদন গ্রহণ চলছে। এমত অবস্থায় জয়েন্টের রেজাল্ট দেরি হওয়ায় রাজ্যের উচ্চশিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয় আসন থাকার সম্ভাবনা থাকছে বলে মনে করছেন শিক্ষকমহল।

advertisement

আরও পড়ুন: প্রাণে বাঁচতে ছোবল খাওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগীর পরিবার! তারপর যা ঘটল… শিউরে উঠবেন

সেরা ভিডিও

আরও দেখুন
বিথারীর খয়রা কালীর কৃপায় সেরেছিল মহামারি! দেবীর পুজোর অলৌকিক কাহিনি জানুন
আরও দেখুন

আপাইয়ের প্রেসিডেন্ট তরঞ্জিত সিং বলেন, “আমরা চিন্তিত রেজাল্ট বের হতে দেরি হওয়ায়, আশা করব দ্রুত এর সমাধান হবে। না হলে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি।” রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “ওবিসি সংরক্ষণের জন্য ফলাফল বের হতে দেরি হচ্ছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবনের প্রশ্ন, এটা দীর্ঘদিন আটকে থাকবে না বলে মনে হয়”।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal JEE Result: আড়াই মাস আগে পরীক্ষা হলেও প্রকাশিত হয়নি রাজ্য জয়েন্টের ফল! একটি কারণে বেরোচ্ছে না রেজাল্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল