অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল (আপাই-ডব্লিউ বি)-র প্রি কাউন্সেলিং এডুকেশন ফেয়ারে এসে জানালেন, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। জুন মাসের ৫ তারিখ ফল প্রকাশের জন্য প্রস্তুতি সেরে ফেলেছিল বোর্ড। তারপরই ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে। ২০১৪ সালের আইন অনুসারে সংরক্ষণ বিষয়টি জয়েন্ট বোর্ডের এখতিয়ারে পড়ে না। সংরক্ষণের বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।
advertisement
আরও পড়ুন: ভেঙে পড়ার আগে কেন শক্তি হারায় এয়ার ইন্ডিয়ার বিমান? প্লেন ভাঙার সব তথ্য টেলিমেট্রিতে
সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, “এই বর্তমান অবস্থায় সরকারের কাছ থেকে যে রকম নির্দেশ পাব সংরক্ষণ নিয়ে, সেই ভাবে আমরা ফলাফল প্রকাশ করব। নীতিগত নির্দেশের অপেক্ষায় রয়েছি”।
জেইই মেনস, অ্যাডভান্সড এবং সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। কাজেই বেশি রাজ্যের কলেজগুলিতেও স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া আবেদন গ্রহণ চলছে। এমত অবস্থায় জয়েন্টের রেজাল্ট দেরি হওয়ায় রাজ্যের উচ্চশিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং-সহ অন্যান্য বিষয় আসন থাকার সম্ভাবনা থাকছে বলে মনে করছেন শিক্ষকমহল।
আপাইয়ের প্রেসিডেন্ট তরঞ্জিত সিং বলেন, “আমরা চিন্তিত রেজাল্ট বের হতে দেরি হওয়ায়, আশা করব দ্রুত এর সমাধান হবে। না হলে প্রতিষ্ঠানগুলোর ক্ষতি।” রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, “ওবিসি সংরক্ষণের জন্য ফলাফল বের হতে দেরি হচ্ছে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের জীবনের প্রশ্ন, এটা দীর্ঘদিন আটকে থাকবে না বলে মনে হয়”।