Air India Plane Crash Exclusive: ভেঙে পড়ার আগে কেন শক্তি হারায় এয়ার ইন্ডিয়ার বিমান? প্লেন ভাঙার সব তথ্য টেলিমেট্রিতে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Air India Plane Crash Exclusive: আহমেদাবাদে বিমান ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে কী হয়েছিল? এয়ার ইন্ডিয়া ১৭১ ভেঙে পড়া নিয়ে তথ্য পেতে তদন্তকারীরা এবার নজর দিতে পারেন আকাশে থাকা স্যাটেলাইট-ভিত্তিক টেলিমেট্রির উপর।
advertisement
advertisement
বিভিন্ন সেন্সর- অ্যাক্সিলোমিটার, জাইরোস্কোপ, তাপমাত্রা এবং প্রেশার সেন্সরগুলি ইতিমধ্যেই বিমান দুর্ঘটনা নিয়ে তথ্য পেয়েছে। এই তথ্যগুলি উড়তে থাকা বিমানের মনিটরিংয়ের জন্য ব্যবহার করা হয়। তদন্তকারীরা মনে করছেন, বিমানে কী ধরনের যান্ত্রিক সমস্যা হয়েছিল যার ফলে এআই ১৭১ হঠাৎ শক্তি হারিয়ে ফেলে, সেই নিয়ে সঠিক তথ্য দিতে পারে এই ধরনের প্রযুক্তি।
advertisement
লন্ডনগামী বিমানটি ১২ জুন দুপুর ১.৩৯ টায় সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মুহূর্ত পরে মেঘানিনগরে একটি বি জে মেডিকেল কলেজের হোস্টেল কমপ্লেক্সে বিধ্বস্ত হয়, যার ফলে ২৭০ জন নিহত হয়, যার মধ্যে ২৪১ জন বোর্ডে ছিল। শুধুমাত্র একজন যাত্রী বেঁচে ছিলেন। বি জে মেডিকেল কলেজের পাঁচজন এমবিবিএস ছাত্রও নিহত হয়।
advertisement