Snake Bite: প্রাণে বাঁচতে ছোবল খাওয়ার পর সাপ নিয়ে হাসপাতালে হাজির রোগীর পরিবার! তারপর যা ঘটল... শিউরে উঠবেন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Snake bite: পায়ে ছোবল দেওয়া সাপকে নিয়ে হাসপাতালে হাজির একদল যুবক। সাপ দেখে শিউরে উঠলেন চিকিৎসক ও নার্সরা। তাদের মতে, সাপ চিনতে পারলে চিকিৎসা করতে সুবিধা হবে ডাক্তারদের।
advertisement
এমন ধারণা নিয়ে পায়ে ছোবল মারা প্রকাণ্ড সাপকে পালাতে দেননি বাড়ির সদস্যরা। ওই সাপটিকে ধরে নিয়েই সটান পৌঁছে যান বীরভূমের সিউড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। বস্তায় বিষাক্ত সাপ ভরে সরাসরি সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ। সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা। সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই আতঙ্ক ছড়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। Representative Image
advertisement
তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম রীনা রায়, বয়স আনুমানিক (২৫)। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল রীনা। সেখানে লুকিয়ে ছিল এক বিষধর সাপ। Representative Image
advertisement
advertisement