TRENDING:

West Bengal HS Result 2023: রেকর্ড দিনের মাথায় আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে ‘QR Code’

Last Updated:

WB HS Results 2023: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করা হলেও আগামী ৩১ মে, বুধবার বেলা ১১ টার পর থেকে ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট ও সার্টিফিকেট স্কুলগুলি থেকে পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একদিকে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে ওএমআর শিটকে কেন্দ্র করে একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে। ঠিক সেই সময় উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ফের আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজ, বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। বেলা ১২ টায় অনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। এরপর বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা ৷ রেজাল্ট সবার আগে জানতে নজর রাখুন–> https://bengali.news18.com/news/career/board-results/
advertisement

মার্কশিট ছাত্রছাত্রীরা পড়ে পেলেও সেই মার্কশিটে এবার থাকছে চমক। জালিয়াতি ও নকল রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোডের ব্যবহার করবে। যাতে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের নকল আটকানো যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ইতিমধ্যেই সেই সংক্রান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে সংসদের পক্ষ থেকে। চলতি বছরে ছাত্রছাত্রীরা যে মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন সেখানে কিউআর কোডের ব্যবহার থাকবে।

advertisement

Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023 | WBCHSE ক্লাস 12 তম ফলাফল 2023 লাইভ আপডেট

আরও পড়ুন- আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন News18 Bangla.com-এ

মূলত এই কিউআর কোড একাধিক জায়গায় বর্তমানে ব্যবহার করা হয়। বিশেষত যাতে যে কোনও জিনিস নকল না করা হয়। বর্তমানে ই-পেমেন্টের ক্ষেত্রেও কিউআর কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার সূত্রের খবর, কিউআর কোডটি স্ক্যান করে ওই মার্কশিটটি আসল না নকল, তা সহজেই ধরা পড়বে। প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একাধিক জাল মার্কশিটের খবর আসছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ চলাকালীন উচ্চ মাধ্যমিকের জাল মার্কশিট ধরা পড়েছে। এই সংক্রান্ত একাধিক অভিযোগও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আসছে। তার পুনরাবৃত্তি এড়াতেই সংসদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর।

advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাশাপাশি ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবারের মার্কশিটে কিউআর কোড ব্যবহার করেছে। আজ দুপুর ১২ টার সময় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবছর রেকর্ড সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছরের ফল প্রকাশ করছে। সাড়ে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।আজ বেলা সাড়ে ১২টার পর থেকে বিভিন্ন ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে ২৪ তারিখ ফল প্রকাশ করা হলেও ৩১ মে সকাল ১১ টার পর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: রেকর্ড দিনের মাথায় আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে ‘QR Code’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল