নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হস্টেলে রয়েছে সেই হস্টেলগুলি বন্ধ রাখতে হবে আগামী কোনও নির্দেশ জারি না হয়া পর্যন্ত। তবে যদি কোনও ছাত্র বা ছাত্রী ক্যাম্পাস থেকে না বাড়ি যেতে না পারেন (বাড়ি দূরে হয়া বা বিদেশে হওয়ার কারণে) তাহলে তাঁরা যদি হস্টেলে থেকে যান, সেক্ষেত্রে তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদিও সেই সমস্ত পড়ুয়াদের সঙ্গে দেখা করার জন্য বাইরের কাউকে অনুমতি দেওয়া হবে না। শুধুমাত্র প্রতিষ্ঠানের কর্তা বা কর্ত্রীঅনুমতিতেই কেউ পড়ুয়ার সঙ্গে দেখা করতে পারবেন তাও সামাজিক দূরত্ববিধি এবং করোনাবিধি মেনে।
advertisement
আরও পড়ুন: আজ থেকে বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, লক্ষ লক্ষ পড়ুয়ার স্বার্থে বড় নির্দেশ শিক্ষা দফতরের
শুধুমাত্র উচ্চশিক্ষা দফতরই নয়। পড়ুয়াদের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতরও। মোট পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার থেকে স্কুল বন্ধ করা নির্দেশিকা জারি করা হলেও অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকাতে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বাড়ি যেতে শিক্ষক-শিক্ষিকারা যায় তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যদিও তা বাধ্যতামূলক না করার বদলে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবেই তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দফতর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়