আরও পড়ুন– দীর্ঘ ৯৩ বছরে এই প্রথম! ৫ জন বাঁ-হাতি ব্যাটার নিয়ে টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পরীক্ষার্থীর নাম প্রকাশ্যে আসা উচিত নয়। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই নিয়মই মানা হয়। আমরা প্রথম উচ্চ মাধ্যমিক স্তরে এই প্রথা চালু করলাম। দ্বিতীয় ও চতুর্থ দু’টি সেমিস্টারে কোনও উত্তরপত্রে নাম লিখতে হবে না।’’ নাম না লিখতে হলেও প্রত্যেক পরীক্ষার্থীকে লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর। এ বছর দ্বিতীয় ও চতুর্থ দু’টি সিমেস্টারে মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন। ৮ সেপ্টেম্বর থেকে শুরু পরীক্ষা। ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে।
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা উত্তরপত্রে নাম লিখলে তা সহজে চিহ্নিত করা যায়। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এই ব্যবস্থা। তা ছাড়া ওএমআর শিটে পরীক্ষা হওয়ায় নাম লেখার জায়গা দেওয়াও প্রায় অসম্ভব। অন্তত ২৬টি শব্দের জন্য ২৬টি ঘর রাখতে হবে। তা কোনও ভাবেই সম্ভব নয়।
যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, ‘‘উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই প্রথম নাম লিখতে হবে না পরীক্ষার্থীদের। এতে তাদের সুবিধা হবে বলেই আমি মনে করি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”
ওএমআর শিটে কোনও ভুল তথ্য লিখলে উত্তর পত্র বাতিল হয়ে যেতে পারে। তাই এক্ষেত্রে বাড়তি সতর্ক শিক্ষা সংসদ। ওএমআর শিটের সফট কপি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তা দেখে ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার অনুশীলনও করতে পারে পরীক্ষার্থীরা। অন্যদিকে চলতি সেমিস্টারের পরীক্ষা থেকে একাধিক নিয়ম বদল আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই স্কুলে স্কুলে সেই গাইডলাইনও পাঠিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।