দীর্ঘ ৯৩ বছরে এই প্রথম! ৫ জন বাঁ-হাতি ব্যাটার নিয়ে টেস্ট খেলতে নেমেছে টিম ইন্ডিয়া
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
অতীতে একাধিক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে, প্লেইং ইলেভেনে চার জন বাঁ-হাতি ব্যাটার নিয়েও খেলেছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু ৫৯২টি ম্যাচ খেলার পর ওল্ড ট্র্যাফোর্ডের টেস্ট ম্যাচে ভারতের প্লেইং ইলেভেনে রয়েছেন ৫ জন বাঁ-হাতি ব্যাটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারত। বুধবার, ২৩ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয়েছে এই টেস্ট ম্যাচ। এদিকে ভারতীয় দলের প্রথম একাদশে রয়েছেন পাঁচ জন বাঁ-হাতি ব্যাটার। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এহেন ঘটনা এই প্রথম। (Photo: AFP)
advertisement
advertisement
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে নিজেদের প্লেইং ইলেভেনে তিনটি পরিবর্তন এনেছে ভারত। গত দুটি ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে ফিরেছেন তামিলনাড়ুর বি সাই সুদর্শন এবং মুম্বইয়ের শার্দুল ঠাকুর। আসলে করুণ নায়ারের জায়গায় দলে এসেছেন সুদর্শন। তিনি তিন নম্বরে ব্যাট করতে নামবেন। অন্যদিকে নীতীশ কুমার রেড্ডির জায়গায় এসেছেন শার্দুল ঠাকুর। আসলে সোমবার অর্থাৎ গত ২১ জুলাই হাঁটুতে চোটের জেরে শেষ দুটি ম্যাচ থেকে ছিটকে পড়েছেন নীতীশ। (Photo: AP)
advertisement
সুদর্শন এবং শার্দুলের পাশাপাশি ম্যাঞ্চেস্টারে ভারতের হয়ে খেলবেন ২৪ বছর বয়সী ফাস্ট বোলার অনশুল কম্বোজ। ফলে এটাই হতে চলেছে হরিয়ানার এই ক্রিকেটারের আন্তর্জাতিক ম্যাচের হাতেখড়ি। আকাশদীপের জায়গায় নেওয়া হয়েছে অনশুলকে। তবে আবার ম্যাঞ্চেস্টার টেস্টে ঋষভ পন্থ খেলতে পারবেন কি না, সেটা নিয়ে অনিশ্চিয়তার মেঘ ঘনিয়েছিল। আসলে লর্ডস টেস্টের প্রথম দিনেই আঙুলে চোট পেয়েছিলেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। তবে সময়ে সেরে ওঠায় নিজের জায়গাটা ধরে রাখতে পেরেছিলেন তিনি। (Photo: AP)
advertisement
চলতি সিরিজে নিজের ব্যাটিং পারফরম্যান্সে সকলের মন জয় করে নিয়েছেন ঋষভ পন্থ। লিডসের হেডিংলির সিরিজ ওপেনারে জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। এরপর এজবাস্টনের দ্বিতীয় টেস্টে ২৫ এবং ৬৫ রান করেছিলেন। আর লর্ডসের তৃতীয় টেস্টে চোট সত্ত্বেও ৭৪ এবং ৯ রান হাঁকিয়েছেন ঋষভ। তবে তাঁর পায়ের চোট এখন চিন্তায় রাখছে ভারতীয় দলকে ৷ (Photo: AP)
advertisement
advertisement