‘চাইনিজ খেয়ে এসেছে, ব্রাশও করেনি, এদিকে আমাকে ওঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে’, কার কথা তুললেন বিদ্যা বালান?

Last Updated:
বিদ্যা বালান সম্প্রতি ধরা দিয়েছেন অনুপমা চোপড়ার কাছে এক সাক্ষাৎকারে। আর তাতেই ঠিক যেন এক বিস্ফোরণ ঘটেছে বলিউডের অন্দরমহলে।
1/6
চুটিয়ে অভিনয় করে চলেন তিনি প্রতিটি চরিত্রে। পরিণীতার লাজুক তরুণী, শেরনির কর্তব্যনিষ্ঠ বন দফতরের কর্মী, কাহানির গোপন মিশনে নিযুক্ত নারী, তুমহারি সুলুর সাদামাটা এবং একই সঙ্গে সম্ভাবনাময় গৃহবধূ- বিদ্যা বালান প্রতিটি চরিত্রে এক পরিণত অভিনয়ের ছাপ রেখে যান। একই সঙ্গে তিনি তাঁর অভিনয়ের জন্য যেমন প্রশংসিত, তেমনই কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য তথাকথিত ভাবে কুখ্যাতও!
চুটিয়ে অভিনয় করে চলেন তিনি প্রতিটি চরিত্রে। পরিণীতার লাজুক তরুণী, শেরনির কর্তব্যনিষ্ঠ বন দফতরের কর্মী, কাহানির গোপন মিশনে নিযুক্ত নারী, তুমহারি সুলুর সাদামাটা এবং একই সঙ্গে সম্ভাবনাময় গৃহবধূ- বিদ্যা বালান প্রতিটি চরিত্রে এক পরিণত অভিনয়ের ছাপ রেখে যান। একই সঙ্গে তিনি তাঁর অভিনয়ের জন্য যেমন প্রশংসিত, তেমনই কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য তথাকথিত ভাবে কুখ্যাতও!
advertisement
2/6
দ্য ডার্টি পিকচার, পরিণীতার নাম বিশেষ করে উঠে আসবে এই সূত্রে। এ হেন বিদ্যা বালান সম্প্রতি ধরা দিয়েছেন অনুপমা চোপড়ার কাছে এক সাক্ষাৎকারে। আর তাতেই ঠিক যেন এক বিস্ফোরণ ঘটেছে বলিউডের অন্দরমহলে। কেন না, অনুপমা চোপড়ার কাছে ওই সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছেন বিদ্যা। জানিয়েছেন তাঁর অস্বস্তির কথা। অবাক হতেই পারেন অনেকে!
দ্য ডার্টি পিকচার, পরিণীতার নাম বিশেষ করে উঠে আসবে এই সূত্রে। এ হেন বিদ্যা বালান সম্প্রতি ধরা দিয়েছেন অনুপমা চোপড়ার কাছে এক সাক্ষাৎকারে। আর তাতেই ঠিক যেন এক বিস্ফোরণ ঘটেছে বলিউডের অন্দরমহলে। কেন না, অনুপমা চোপড়ার কাছে ওই সাক্ষাৎকারে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে মুখ খুলেছেন বিদ্যা। জানিয়েছেন তাঁর অস্বস্তির কথা। অবাক হতেই পারেন অনেকে!
advertisement
3/6
যে নায়িকা রুপোলি পর্দায় শরীরী প্রেমের আবেশ বুনেছেন নায়কদের সঙ্গে অক্লেশে, অভিনয় হলেও তা খুবই জীবন্ত, সেখানে অস্বস্তি কীভাবে এল! সেটারই স্পষ্টাস্পষ্টি জবাব দিয়েছেন নায়িকা। বলেছেন ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা। বিদ্যা এই প্রসঙ্গে তুলে ধরেছেন জনৈক নায়কের কথা! উঁহু, সেই নায়কের নাম তিনি প্রকাশ করেননি। শুধু বলেছেন যে ওই নায়কের সঙ্গে একটা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল। তার আগে ওই নায়ক চাইনিজ খেয়ে এসেছিলেন। কিন্তু তিনি দাঁত মাজার প্রয়োজন বোধ করেননি!
যে নায়িকা রুপোলি পর্দায় শরীরী প্রেমের আবেশ বুনেছেন নায়কদের সঙ্গে অক্লেশে, অভিনয় হলেও তা খুবই জীবন্ত, সেখানে অস্বস্তি কীভাবে এল! সেটারই স্পষ্টাস্পষ্টি জবাব দিয়েছেন নায়িকা। বলেছেন ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা। বিদ্যা এই প্রসঙ্গে তুলে ধরেছেন জনৈক নায়কের কথা! উঁহু, সেই নায়কের নাম তিনি প্রকাশ করেননি। শুধু বলেছেন যে ওই নায়কের সঙ্গে একটা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল। তার আগে ওই নায়ক চাইনিজ খেয়ে এসেছিলেন। কিন্তু তিনি দাঁত মাজার প্রয়োজন বোধ করেননি!
advertisement
4/6
‘‘তিনি সবেমাত্র চাইনিজ খেয়ে এসেছিলেন! আমি রসুন, সয়া সস, সব কিছুর গন্ধ পাচ্ছিলাম- আর তিনি ব্রাশও করে আসেননি’’, বলছেন বিদ্যা! এতে নায়িকার মনে প্রশ্ন জেগেছিল, ওই নায়কের কি কোনও সঙ্গিনী নেই! ‘‘আমি সারাক্ষণ শুধু ভাবছিলাম কী করে ব্রাশ না করে একটা রোম্যান্টিক সিন শ্যুট করছেন ভদ্রলোক’’, বিদ্যার সোজাসাপটা জবানবন্দি!
‘‘তিনি সবেমাত্র চাইনিজ খেয়ে এসেছিলেন! আমি রসুন, সয়া সস, সব কিছুর গন্ধ পাচ্ছিলাম- আর তিনি ব্রাশও করে আসেননি’’, বলছেন বিদ্যা! এতে নায়িকার মনে প্রশ্ন জেগেছিল, ওই নায়কের কি কোনও সঙ্গিনী নেই! ‘‘আমি সারাক্ষণ শুধু ভাবছিলাম কী করে ব্রাশ না করে একটা রোম্যান্টিক সিন শ্যুট করছেন ভদ্রলোক’’, বিদ্যার সোজাসাপটা জবানবন্দি!
advertisement
5/6
তবে কেরিয়ারের একেবারে শুরুর দিক, তাই কিছু বলে উঠতে পারেননি মুখের উপরে। সঞ্জয় দত্তর সঙ্গে পরিণীতার চুম্বনদৃশ্য নিয়েও অকপট নায়িকা। বলছেন, তিনি খুবই নার্ভাস ছিলেন। সঞ্জয় দত্তর সহৃদয়, ভদ্র ব্যবহার সেই অস্বস্তি কাটিয়ে দেয়। ‘‘সঞ্জয় দত্ত আমায় খুবই সাহায্য করেছিলেন। উনি একদম শান্ত ছিলেন। বলেছিলেন, চলো, আমরা দৃশ্যটা ধাপে ধাপে শ্যুট করি। খুব ধীরে ধীরে এগোব!’’
তবে কেরিয়ারের একেবারে শুরুর দিক, তাই কিছু বলে উঠতে পারেননি মুখের উপরে। সঞ্জয় দত্তর সঙ্গে পরিণীতার চুম্বনদৃশ্য নিয়েও অকপট নায়িকা। বলছেন, তিনি খুবই নার্ভাস ছিলেন। সঞ্জয় দত্তর সহৃদয়, ভদ্র ব্যবহার সেই অস্বস্তি কাটিয়ে দেয়। ‘‘সঞ্জয় দত্ত আমায় খুবই সাহায্য করেছিলেন। উনি একদম শান্ত ছিলেন। বলেছিলেন, চলো, আমরা দৃশ্যটা ধাপে ধাপে শ্যুট করি। খুব ধীরে ধীরে এগোব!’’
advertisement
6/6
বিদ্যার বক্তব্য, এই আচরণই সব কিছু সহজ করে দিয়েছিল। আর এই নায়ক, যিনি চাইনিজ খেয়ে এসেছিলেন? বিদ্যা তো নাম বলেননি, ওটা নিজেদেরই বুঝে নিতে হবে কে ছিলেন!
বিদ্যার বক্তব্য, এই আচরণই সব কিছু সহজ করে দিয়েছিল। আর এই নায়ক, যিনি চাইনিজ খেয়ে এসেছিলেন? বিদ্যা তো নাম বলেননি, ওটা নিজেদেরই বুঝে নিতে হবে কে ছিলেন!
advertisement
advertisement
advertisement