TRENDING:

West Bengal College Admission: কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? ডেপুটেশন দিল বাম সংগঠন, বিধানসভায় যা বললেন ব্রাত্য বসু

Last Updated:

West Bengal College Admission: কলেজে ভর্তির বিলম্ব কেন? কবে থেকে শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্ন নিয়ে বিকাশভবনে এসে ডেপুটেশন জমা দিল এসএফআই-সহ আরও কয়েকটি বাম ছাত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলেজে ভর্তির বিলম্ব কেন? কবে থেকে শুরু হবে স্নাতকে ভর্তি প্রক্রিয়া? এই প্রশ্ন নিয়ে বিকাশভবনে এসে ডেপুটেশন জমা দিল এসএফআই-সহ আরও কয়েকটি বাম ছাত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্য।
কলেজ ভর্তি প্রক্রিয়া
কলেজ ভর্তি প্রক্রিয়া
advertisement

ISC এর রেজাল্ট হয়েছে ৩০ এপ্রিল। রাজ্যের উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হয়েছে ৭ মে এবং সিবিএসই-এর রেজাল্ট বেরিয়েছিল ১৩ মে।  এক মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কেন  কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হল না। এরপর রাজ্যের শিক্ষার্থীরা বেসরকারি বা অন্য কোথাও অ্যাডিমিশন নিয়ে নিতে পারে এমনই সংশয় প্রকাশ করেছে বেশ কিছু বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: সোনা, রুপো, টাকা, জমি, এইসব নয়…! আগামী ৫-১০ বছরে সবচেয়ে ‘দামি’ হবে এই ‘জিনিসটিই’, শুনলেই চমকাবেন!

advertisement

কলেজের ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? কবে পোর্টাল খুলবে? এই নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে রাজনৈতিক মহলও৷ বিধানসভা অধিবেশনেও এই নিয়ে প্রশ্ন উঠেছে৷ প্রশ্ন করেছেন বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারক।

আরও পড়ুন: ‘হর্ন বাজালেন কেন…?’ রাগে লাল হয়ে বাস ড্রাইভার-কন্ডাক্টরের দিকে এগিয়ে এল ওরা, পরমুহূর্তেই ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

advertisement

তবে শিক্ষামন্ত্রী তথা দমদমের বিধায়ক ব্রাত্য বসু জানিয়েছেন কলেজের ভর্তি প্রক্রিয়া ঠিক সময়ে শুরু হবে। এর আগের বছর ভর্তি শুরু হয়েছিল ১৯ জুন তবে এবার তার আগেই হবে। পোর্টাল তৈরি আছে। কোনও সংশয়ের কারণ নেই। এখন কলেজের ভর্তির প্রক্রিয়া কবে শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছে উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থী থেকে অভিভাবকেরাও৷

advertisement

আরও পড়ুন: আগামী ৭২ ঘণ্টায়…! দক্ষিণবঙ্গের ৬ জেলা কাঁপাবে ভারী বৃষ্টি, কী পূর্বাভাস শুক্র-শনি-রবি? কী হবে কলকাতায়? জানিয়ে দিল IMD

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এমমই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হয়েছে। ২০১০ সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট অবৈধ বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১০ সালের পরে পাওয়া ওবিসি শংসাপত্র নিয়ে কোনও সুযোগ যে পাওয়া যাবে তা জানিয়ে দিয়েছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মন্থার ডিভিশন বেঞ্চ। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেই মামলা এখনও চলছে। পরবর্তী শুনানি জুলাই মাসে। এই মতো অবস্থায় এই বিষয়টিও ভাবাচ্ছে পড়ুয়া থেকে অভিভাবকদের। এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকেও এখনও কোনওরকম সদত্তর পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal College Admission: কলেজে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে? ডেপুটেশন দিল বাম সংগঠন, বিধানসভায় যা বললেন ব্রাত্য বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল