'হর্ন বাজালেন কেন...?' রাগে লাল হয়ে বাস ড্রাইভার-কন্ডাক্টরের দিকে এগিয়ে এল ওরা, পরমুহূর্তেই ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

Last Updated:
Bus: বাস ট্রেনের যাত্রা মাঝে মাঝে খুব আরামদায়ক হলেও একেকসময় ভিড় ও মানুষে মানুষে রেষারেষিতে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বাস বা ট্রেন। এবার এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যবতমালে যে দৃশ্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। কী এমন ঘটেছিল?
1/8
ট্রেন-বাস ছাড়া জীবন অচল। প্রতিদিন বহু মানুষ রাস্তায় বেরোলেই এই গণপরিবহনের উপর নির্ভর করেন। স্কুল-কলেজ হোক বা কর্মক্ষেত্র, নির্দিষ্ট সময়ে পৌঁছতে ছুটতে হয় ট্রেন বা বাসের জন্য।
ট্রেন-বাস ছাড়া জীবন অচল। প্রতিদিন বহু মানুষ রাস্তায় বেরোলেই এই গণপরিবহনের উপর নির্ভর করেন। স্কুল-কলেজ হোক বা কর্মক্ষেত্র, নির্দিষ্ট সময়ে পৌঁছতে ছুটতে হয় ট্রেন বা বাসের জন্য।
advertisement
2/8
বাস ট্রেনের যাত্রা মাঝে মাঝে খুব আরামদায়ক হলেও একেকসময় ভিড় ও মানুষে মানুষে রেষারেষিতে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বাস বা ট্রেন। এবার এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যবতমালে যে দৃশ্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। কী এমন ঘটেছিল?
বাস ট্রেনের যাত্রা মাঝে মাঝে খুব আরামদায়ক হলেও একেকসময় ভিড় ও মানুষে মানুষে রেষারেষিতে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বাস বা ট্রেন। এবার এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যবতমালে যে দৃশ্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। কী এমন ঘটেছিল?
advertisement
3/8
স্টেট বাসের চালক ও কন্ডাক্টরকে একটি কাজের জন্য এমন ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হল যা স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। বাস চলছিল দিব্যি নিজস্ব চালে। আচমকা টাটা ম্যাজিক নিয়ে চার থেকে পাঁচ যুবক বাসের সামনে আড়াআড়ি পথ আটকে দাঁড়ায়।
স্টেট বাসের চালক ও কন্ডাক্টরকে একটি কাজের জন্য এমন ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হল যা স্তম্ভিত করে দিয়েছে সবাইকে। বাস চলছিল দিব্যি নিজস্ব চালে। আচমকা টাটা ম্যাজিক নিয়ে চার থেকে পাঁচ যুবক বাসের সামনে আড়াআড়ি পথ আটকে দাঁড়ায়।
advertisement
4/8
মুহূর্তের মধ্যে ওই চালক ও কন্ডাক্টরের উপর চড়াও হন ওই চার যুবক। মুহূর্তের মধ্যে বাসচালক ও কন্ডাক্টরকে তুমুল মারধর শুরু করে দেয় ওই যুবকরা। আর সেই ভয়ঙ্কর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে দাবানলের মতো। মুহূর্তে হয়ে যায় চরম ভাইরাল।
মুহূর্তের মধ্যে ওই চালক ও কন্ডাক্টরের উপর চড়াও হন ওই চার যুবক। মুহূর্তের মধ্যে বাসচালক ও কন্ডাক্টরকে তুমুল মারধর শুরু করে দেয় ওই যুবকরা। আর সেই ভয়ঙ্কর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে দাবানলের মতো। মুহূর্তে হয়ে যায় চরম ভাইরাল।
advertisement
5/8
জানা যায়, যবতমাল থেকে অমরাবতীর দিকে যাচ্ছিল এসটি বাসটি। সেইসময় বাসটিকে সাইড না দিয়ে সামনে সামনে এগোচ্ছিল ওই টাটা ম্যাজিক গাড়িটি। আর তাতেই লাগাতার হর্ন বাজাতে থাকে বাসটি। তখন টাটা ম্যাজিকের চার থেকে পাঁচজন যুবক আচমকা বাসের সামনে টাটা ম্যাজিক আড়াআড়ি রেখে বাস ড্রাইভার ও কন্ডাক্টরকে মারধর শুরু করে দেয়।
জানা যায়, যবতমাল থেকে অমরাবতীর দিকে যাচ্ছিল এসটি বাসটি। সেইসময় বাসটিকে সাইড না দিয়ে সামনে সামনে এগোচ্ছিল ওই টাটা ম্যাজিক গাড়িটি। আর তাতেই লাগাতার হর্ন বাজাতে থাকে বাসটি। তখন টাটা ম্যাজিকের চার থেকে পাঁচজন যুবক আচমকা বাসের সামনে টাটা ম্যাজিক আড়াআড়ি রেখে বাস ড্রাইভার ও কন্ডাক্টরকে মারধর শুরু করে দেয়।
advertisement
6/8
চড়াও হয়ে যুবকদের মধ্যে একজন প্রশ্ন করেন,
চড়াও হয়ে যুবকদের মধ্যে একজন প্রশ্ন করেন, "বারবার হর্ন বাজাচ্ছিলে কেন?" পরমুহূর্তে এমন অবস্থা হয় বাস জুড়ে যে ভয়ে কাঁপতে থাকেন যাত্রীরা। জানা গিয়েছে যবতমালের নের পুলিশ স্টেশনের অন্তর্গত ভাটফলি দোদকির হনুমান মন্দিরের কাছে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই নের পুলিশ স্টেশনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
7/8
গণ্ডগোলের মধ্যে কন্ডাক্টরের হাতে থাকা ১০,৩৬০ টাকা কেউ চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ। তাই সরকারি কাজে বাধা সৃষ্টি করা, ডাকাতি করা এমন গুরুতর একাধিক অপরাধ দায়ের করা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে।
গণ্ডগোলের মধ্যে কন্ডাক্টরের হাতে থাকা ১০,৩৬০ টাকা কেউ চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগ। তাই সরকারি কাজে বাধা সৃষ্টি করা, ডাকাতি করা এমন গুরুতর একাধিক অপরাধ দায়ের করা হয়েছে ওই যুবকদের বিরুদ্ধে।
advertisement
8/8
ঘটনাটি ঘটে গত ৪ জুন। বর্তমানে এই ঘটনার ভিডিও এতটাই শোরগোল ফেলে দিয়েছে যে এখনও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। জগ্গু মেশ্রাম, তেজস রাঠোড়, হর্ষল বানকর, শুভম জগতাপ নামের এই যুবকদের বিরুদ্ধে নের পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।- চলছে তদন্ত।
ঘটনাটি ঘটে গত ৪ জুন। বর্তমানে এই ঘটনার ভিডিও এতটাই শোরগোল ফেলে দিয়েছে যে এখনও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। জগ্গু মেশ্রাম, তেজস রাঠোড়, হর্ষল বানকর, শুভম জগতাপ নামের এই যুবকদের বিরুদ্ধে নের পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।- চলছে তদন্ত।
advertisement
advertisement
advertisement