'হর্ন বাজালেন কেন...?' রাগে লাল হয়ে বাস ড্রাইভার-কন্ডাক্টরের দিকে এগিয়ে এল ওরা, পরমুহূর্তেই ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bus: বাস ট্রেনের যাত্রা মাঝে মাঝে খুব আরামদায়ক হলেও একেকসময় ভিড় ও মানুষে মানুষে রেষারেষিতে রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বাস বা ট্রেন। এবার এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যবতমালে যে দৃশ্য রীতিমতো নাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াকে। কী এমন ঘটেছিল?
advertisement
advertisement
advertisement
advertisement
জানা যায়, যবতমাল থেকে অমরাবতীর দিকে যাচ্ছিল এসটি বাসটি। সেইসময় বাসটিকে সাইড না দিয়ে সামনে সামনে এগোচ্ছিল ওই টাটা ম্যাজিক গাড়িটি। আর তাতেই লাগাতার হর্ন বাজাতে থাকে বাসটি। তখন টাটা ম্যাজিকের চার থেকে পাঁচজন যুবক আচমকা বাসের সামনে টাটা ম্যাজিক আড়াআড়ি রেখে বাস ড্রাইভার ও কন্ডাক্টরকে মারধর শুরু করে দেয়।
advertisement
চড়াও হয়ে যুবকদের মধ্যে একজন প্রশ্ন করেন, "বারবার হর্ন বাজাচ্ছিলে কেন?" পরমুহূর্তে এমন অবস্থা হয় বাস জুড়ে যে ভয়ে কাঁপতে থাকেন যাত্রীরা। জানা গিয়েছে যবতমালের নের পুলিশ স্টেশনের অন্তর্গত ভাটফলি দোদকির হনুমান মন্দিরের কাছে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই নের পুলিশ স্টেশনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
advertisement