TRENDING:

WBJEE: কুর্নিশ, মাধ্যমিকে দশম শাহিদ এবার রাজ্য জয়েন্টেও দারুণ সফল! মার্কস এল ৯৯.৮৯%

Last Updated:

WBJEE: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯৯.৮৯ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের তালিকায় স্থান আরামবাগের ছেলে শাহিদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আরামবাগ: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯৯.৮৯ শতাংশ নম্বর পেয়ে সাফল্যের তালিকায় স্থান আরামবাগের ছেলে মহম্মদ শাহিদের। আরামবাগ প্রশাসন ও তাঁর স্কুলের পক্ষ থেকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয় শাহিদকে।
advertisement

জানা যায় আরামবাগ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের ভাঁটার মোড় এলাকার বাসিন্দা। শাহিদের বাবা মহম্মদ খাইরুল বর্ধমানের রায়না ২নং ব্লকের BLDO। শাহিদ বর্তমানে আরামবাগ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে ছোট থেকেই পড়াশোনায় খুবই মেধাবী ছাত্র। দশম শ্রেণীতে শাহিদ রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে আরামবাগ হাই স্কুল-সহ পরিবারের সদস্যর মুখ উজ্জ্বল করেছিল। শাহিদে এবারে জয়েন্ট পরীক্ষায় ৯৯.৮৯ শতাংশ নম্বর পেয়ে সে আরও একবার তাঁদের মুখ উজ্জ্বল করে জীবনের প্রতিষ্ঠিত হওয়ার দরজায় পৌঁছেছে।

advertisement

আরও পড়ুন: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন

জানা যায়, এর পরে সে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাতেও বসবে। সেখানেও সে রাজ্যের মধ্যে ভাল ফলাফল করবে বলেই বিশ্বাস শাহিদের।

দ্বাদশ শ্রেণীর পরেই নিট পরীক্ষায় বসবে বলে জানিয়েছে শাহিদ ও তাঁর পরিবার। পাশাপাশি, নিট পরীক্ষাতেও ভাল ফলাফল করে সে ভবিষ্যতে ডাক্তারি পড়বে। এমনটাই তাঁর ইচ্ছা। অন্যদিকে, রাজ্যের মধ্যে জয়েন্ট পরীক্ষার ভাল ফলাফল করার জন্য শাহিদকে সম্বর্ধনা দিতে শাহিদের বাড়ি পৌঁছয় আরামবাগের SDPO সুপ্রভাত চক্রবর্তী, IC রাকেশ সিং-সহ আরামবাগ হাই স্কুলে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়।

advertisement

আরও পড়ুন: ববিকে বিয়ে ‘চরম ভুল’, নাম জড়ায় সোনু নিগমের সঙ্গেও! সুনিধি চৌহানের প্রেম জীবন এত কষ্টের? জানলে গায়ে কাঁটা দেবে

এদিন শাহিদকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁর পাশে থাকার আশ্বাসও দেন তাঁরা। পরিবার ও স্কুলের শিক্ষকদেরও আসা শাহিদ আগামী দিনে একজন ভাল চিকিৎসক ও ভাল মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Suvojit Ghosh

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBJEE: কুর্নিশ, মাধ্যমিকে দশম শাহিদ এবার রাজ্য জয়েন্টেও দারুণ সফল! মার্কস এল ৯৯.৮৯%
Open in App
হোম
খবর
ফটো
লোকাল