ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এবং মেডিক্যাল এন্ট্রান্স নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ। জয়েন্ট এন্ট্রান্স মামলায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে রায় দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। কৌশিক চন্দের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ।
advertisement
কী ভাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন?
পরীক্ষার্থীদের প্রথমে www.wbjeeb.nic.in কিংবা www.wbjee.in-এর মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর এগজ়ামিনেশন বিভাগে গিয়ে ‘ডব্লিউবিজেইই’ বিকল্পটি বেছে নিতে হবে। ওই বিকল্পটি বেছে নেওয়ার পর ‘ডব্লিউবিজেইই রেজ়াল্ট ২০২৪’-এ ক্লিক করতে হবে। নির্দিষ্ট ট্যাবে অ্যাডমিট কার্ড-এর নম্বর, জন্মতারিখের মতো তথ্য জমা দিতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা নিজেদের প্রাপ্ত নম্বর এবং র্যাঙ্ক দেখে নিতে পারবেন। পরবর্তী সময়ে ব্যবহারের জন্য ওই লিঙ্ক থেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিতে হবে।
এদিকে, জয়েন্টের ফলপ্রকাশের পর এবার এবার কলেজে কলেজে ভর্তির মেধা তালিকা আজ প্রকাশ হতে চলেছে। কেন্দ্রীয়ভাবে স্নাতকস্তরে প্রথম বর্ষের অনলাইনে ভর্তির জন্য মেধা তালিকা। ওবিসি সংরক্ষণ নিয়ে স্পষ্ট না হওয়ার জন্য এতদিন ধরে উচ্চশিক্ষা দফতর কলেজগুলিতে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করতে পারছিল না। আজ বিকেলেই মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা। উচ্চ শিক্ষা দফতরের তৈরি করা পোর্টালে আজ বিকেলের পর থেকেই ছাত্রছাত্রীরা মেধা তালিকা দেখতে পারবেন বলেই সূত্রের খবর।