Kaushiki Amavasya: আজ কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাচ্ছেন? ভুলেও 'এই' রাস্তায় যাবেন না, আটকে পড়তে পারেন, পৌঁছন হবে না মন্দিরে

Last Updated:
Kaushiki Amavasya: ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার রীতি শুরু। হাজার হাজার পর্যটকদের সমাগমে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। সকাল ১১:৫৫ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, যা থাকবে শনিবার সকাল ১১ঃ২৮ মিনিট পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এই বছরও ভোরবেলায় মা তারার মঙ্গলারতি করার পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহের দরজা।
1/5
*বীরভূম, সৌভিক রায়: ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার রীতি শুরু। হাজার হাজার পর্যটকদের সমাগমে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। সকাল ১১:৫৫ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, যা থাকবে শনিবার সকাল ১১ঃ২৮ মিনিট পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এই বছরও ভোরবেলায় মা তারার মঙ্গলারতি করার পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহের দরজা। অমাবস্যা তিথি উপলক্ষে সারারাত চলবে মায়ের বিশেষ পুজো। শ্মশানে চলবে হোমযজ্ঞ।
*বীরভূম, সৌভিক রায়: ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার রীতি শুরু। হাজার হাজার পর্যটকদের সমাগমে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যার পুণ্যতিথি। সকাল ১১:৫৫ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, যা থাকবে শনিবার সকাল ১১ঃ২৮ মিনিট পর্যন্ত। প্রত্যেক বছরের মতো এই বছরও ভোরবেলায় মা তারার মঙ্গলারতি করার পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহের দরজা। অমাবস্যা তিথি উপলক্ষে সারারাত চলবে মায়ের বিশেষ পুজো। শ্মশানে চলবে হোমযজ্ঞ।
advertisement
2/5
*ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির পুজো দেওয়ার জন্য আসেন। কিন্তু আপনি যদি বীরভূমের সিউড়ি হয়ে তারাপীঠ আসার পরিকল্পনা করছেন তাহলে পড়তে হবে বড় সমস্যায়। কারণ কয়েকদিন আগেই সিউড়ির তিলপাড়া ব্যারেজে ফাটল দেখা দিয়েছে। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের বেশ কয়েকটি ডিভাইডার বসে যেতেই সেখানে বন্ধ হয়েছে ভারী যান চলাচল।
*ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে। তবে অনেকেই নিজস্ব গাড়ি নিয়ে বীরভূমের তারাপীঠ মা তারা মন্দির পুজো দেওয়ার জন্য আসেন। কিন্তু আপনি যদি বীরভূমের সিউড়ি হয়ে তারাপীঠ আসার পরিকল্পনা করছেন তাহলে পড়তে হবে বড় সমস্যায়। কারণ কয়েকদিন আগেই সিউড়ির তিলপাড়া ব্যারেজে ফাটল দেখা দিয়েছে। তিলপাড়া ব্যারেজের ডাউনস্ট্রিমের বেশ কয়েকটি ডিভাইডার বসে যেতেই সেখানে বন্ধ হয়েছে ভারী যান চলাচল।
advertisement
3/5
*শুধুমাত্র প্রায় হেঁটে চলাচল এবং টোটো চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনও ধরনের ছোট চারচাকা গাড়ি বা ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। তবে আপনি যদি আমাবস্যার এই দু'দিন চারচাকা গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করেন তাহলে কোন পথে পৌঁছবেন বীরভূমের তারাপীঠ! আপনি কলকাতা থেকে বর্ধমান হয়ে নতুনহাট, ফুটিসাঁকো পেরিয়ে মুর্শিদাবাদ থানার অন্তর্ভুক্ত বড়োয়া থানা হয়ে বীরভূমের তারাপীঠ পৌঁছে যেতে পারেন।
*শুধুমাত্র প্রায় হেঁটে চলাচল এবং টোটো চালানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। কোনও ধরনের ছোট চারচাকা গাড়ি বা ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। তবে আপনি যদি আমাবস্যার এই দু'দিন চারচাকা গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করেন তাহলে কোন পথে পৌঁছবেন বীরভূমের তারাপীঠ! আপনি কলকাতা থেকে বর্ধমান হয়ে নতুনহাট, ফুটিসাঁকো পেরিয়ে মুর্শিদাবাদ থানার অন্তর্ভুক্ত বড়োয়া থানা হয়ে বীরভূমের তারাপীঠ পৌঁছে যেতে পারেন।
advertisement
4/5
*ফুটিসাঁকো হয়ে নানুর, লাভপুর পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন খুব সহজেই মা তারার মন্দির দর্শনের জন্য। এছাড়াও আপনি বর্ধমান হয়ে বোলপুর, প্রান্তিক, কোপাই আমোদপুর বাতাসপুর হয়ে সাঁইথিয়া এবং সাঁইথিয়া থেকে মল্লারপুর হয়ে পৌঁছে যেতে পারেন তারাপীঠ। তবে কোন পথে আসবেন সেই সিদ্ধান্ত আগে থেকে নিয়ে তারপরেই আপনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিন।
*ফুটিসাঁকো হয়ে নানুর, লাভপুর পেরিয়ে আপনি পৌঁছে যেতে পারেন খুব সহজেই মা তারার মন্দির দর্শনের জন্য। এছাড়াও আপনি বর্ধমান হয়ে বোলপুর, প্রান্তিক, কোপাই আমোদপুর বাতাসপুর হয়ে সাঁইথিয়া এবং সাঁইথিয়া থেকে মল্লারপুর হয়ে পৌঁছে যেতে পারেন তারাপীঠ। তবে কোন পথে আসবেন সেই সিদ্ধান্ত আগে থেকে নিয়ে তারপরেই আপনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিন।
advertisement
5/5
*তবে আরেকটি বিষয় অবশ্যই আপনাদের জেনে থাকা প্রয়োজন, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ২১ তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ রাত একটা থেকে তারাপীঠ চত্বরে চারচাকা গাড়ি প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে আপনি যদি মল্লারপুর হয়ে আসেন তাহলে আসার পথে ডানদিকেই পড়বে আম্বা মোড়। সেই রাস্তা ধরে আটলা মোড় হয়ে আপনি পৌঁছে যেতে পারেন তারাপীঠ। তবে তারাপীঠে ঢোকার অনেকটা আগেই আপনাকে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে মন্দিরের পথে যেতে হবে।
*তবে আরেকটি বিষয় অবশ্যই আপনাদের জেনে থাকা প্রয়োজন, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ২১ তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ রাত একটা থেকে তারাপীঠ চত্বরে চারচাকা গাড়ি প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। তবে আপনি যদি মল্লারপুর হয়ে আসেন তাহলে আসার পথে ডানদিকেই পড়বে আম্বা মোড়। সেই রাস্তা ধরে আটলা মোড় হয়ে আপনি পৌঁছে যেতে পারেন তারাপীঠ। তবে তারাপীঠে ঢোকার অনেকটা আগেই আপনাকে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে মন্দিরের পথে যেতে হবে।
advertisement
advertisement
advertisement