আরও পড়ুন: দিঘায় হঠাৎ একাধিক হোটেলে ঝুলিয়ে দেওয়া হলো তালা! হতবাক পর্যটকরা, কী ঘটল জানলে অবাক হবেন
জয়েন্টে সফল অনিরুদ্ধের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আইআইটিতে পড়ার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছিলেন তিনি, তাই তাঁর কোনও সমস্যা হয়নি। তিনি বলেন, “আমাদের অ্যাডমিশন প্রসেস আগেই শুরু হয়ে গিয়েছিল, এক মাস হল ক্লাসও শুরু হয়েছে”।
advertisement
এই সাফল্যের পরে তিনি কী বিষয় নিয়ে এগোবেন ভবিষ্যতে, সেই নিয়ে প্রশ্ন করা হলে অনিরুদ্ধ বলেন, “আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার, সেই বিষয়েই আগ্রহ রয়েছে”। তবে ফলপ্রকাশে দেরি হওয়ায় তিনি ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি নিয়ে পড়াশোনা শুরু করেছেন।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষা নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যসচিব! বৈঠকে আলোচনা হতে পারে একগুচ্ছ নিয়ম নিয়ে
প্রসঙ্গত, বর্তমানে আইআইটি খড়্গপুর থেকে পড়শোনা শুরু করেছেন অনিরুদ্ধ। ভবিষ্যতে উচ্চশিক্ষা করারও ইচ্ছে আছে বলে জানান তিনি। স্কুলজীবনেও বেশ সফল ছিলেন অনিরুদ্ধ, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিলেন। পাশাপাশি কী ভাবে জয়েন্টের প্রস্তুতি নিয়েছিলেন তিনি, সেই নিয়ে প্রশ্ন করা হলে অনিরুদ্ধ বলেন, “আমি মূলত আইআইটি নিয়েই প্রস্তুতি নিয়েছিলাম, তবে এই পরীক্ষায় সাফল্য পেয়ে ভালই লাগছে”।