গ্রাম থেকেই এখন প্রশাসনিক আধিকারিক। মিলল সাফল্য।জানা গিয়েছে, সৌভিকের শিক্ষা জীবন শুরু হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক জলঙ্গির সাদিখারদিয়াড় বিদ্যানিকেতন থেকে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন করিমপুর জগন্নাথ হাইস্কুল থেকে। পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজ থেকে স্নাতক হন।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
advertisement
২০২১ সালে প্রথমবার WBCS-এ বসলেও সফল না হলেও হাল না ছেড়ে ২০২২-এ নতুনভাবে প্রস্তুতি শুরু করেন। অবশেষে ২০২৫ সালে আসে কাঙ্ক্ষিত সাফল্য। তাঁর এই কৃতিত্বে খুশিতে ভাসছে পরিবার থেকে শুরু করে গোটা রায়পুর। এই ঘটনার পর বিডিও শঙ্খদীপ দাস নিজে বাড়িতে এসে সৌভিককে সংবর্ধনা জানান। ছেলের এই সাফল্যে গর্বিত তাঁর ব্যবসায়ী বাবা-মা। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বিডিও হওয়ার স্বপ্নপূরণে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে ডোমকলজুড়ে।
সৌভিক বিশ্বাস জানিয়েছেন, ‘স্নাতকস্তর সম্পন্ন করেই ইচ্ছে ছিল WBCS আধিকারিক হব।আর সেই স্বপ্ন থেকেই আমার পড়াশোনা শুরু ।২০২১ সালে পরিক্ষাতে সাফল্য না মিললেও ২০২২ নতুন ভাবে প্রস্তুতি শুরু করে মিলেছে সাফল্য। আজকে আমি রাজ্যের মধ্যে ভালস্থান অধিকার করেছি। এই সাফল্যের পিছনে আমার মা বাবা পরিবারের অবদান সব থেকে বেশি।’
কৌশিক অধিকারী