TRENDING:

WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

Last Updated:

WBCHS HS Uchcha Madhyamik Result 2024 LIVE : বুধবার ফলপ্রকাশ হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। শিক্ষা সংসদ সূত্রে খবর, বেলা ১টায় ফলাফল ঘোষণা করা হবে। রেজাল্ট দেখার জন্য wbchse.wb.gov.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের মরসুমেই ফলাফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের। ৮ মে ২০২৪, বুধবার ফলপ্রকাশ হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, বুধবার বেলা ১টায় ফলাফল ঘোষণা করা হবে। দুপুর ৩টেয় ওয়েবসাইট মারফত ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। মার্কশিট দেওয়া হবে ১০ মে ২০২৪। কীভাবে ফলাফল দেখবেন পরীক্ষার্থীরা?
বুধবার ২০২৪-এর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
বুধবার ২০২৪-এর উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ
advertisement

WB HS Results 2024 Out : ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, ৯০ শতাংশ পাশ! রেজাল্ট দেখুন সরাসরি এক ক্লিকে

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৪

অনলাইনে রেজাল্ট দেখতে হলে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে লগ ইন। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও দেখা যাবে ফল। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in , www.wbresults.nic.inwww.results.shiksha । রেজাল্ট জানার পাশাপাশি এখান থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।

advertisement

আরও পড়ুন: বুধবার কখন হবে উচ্চ মাধ‍্যমিকের ফলপ্রকাশ? কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত

কীভাবে ফল দেখবেন?

– wbchse.wb.gov.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে যান।

– তারপর West Bengal HS Result 2024 লিঙ্কে ক্লিক করুন।

– এবার রোল নম্বর ও বিস্তারিত তথ্য দিন

– তারপর সাবমিট ক্লিক করুন

advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

সংসদ জানিয়েছে, সরকারি ওয়েবসাইটের হোম পেজে ঢুকলেই স্কিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examination Results 2024। এতে ক্লিক করলেই খুলে যাবে একটি ফর্ম। তাতে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এর পর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে চলে আসবে মার্কশিট। যা ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে ছাত্র-ছাত্রীরা। SMS ও অ্যাপেও রেজাল্ট দেখা যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী-সহ তাদের অভিভাবকরা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল