WB HS Results 2024 : বুধবার কখন হবে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ? কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
WBCHS HS 12th Class Result 2024 to be Announce Today at 1 PM : ৮ মে বুধবার ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১ টায় ফল প্রকাশ করা হবে। দুপুর ৩ টেয় ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। মার্কশিট দেওয়া হবে ১০ মে ২০২৪।
৮ মে বুধবার ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে, বেলা ১ টায় ফল প্রকাশ করা হবে। দুপুর ৩ টেয় ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। মার্কশিট দেওয়া হবে ১০ মে ২০২৪।
advertisement
অনলাইনে রেজাল্ট দেখতে হলে সংসদের অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এছাড়া বেশ কয়েকটি বেসরকারি সংবাদমাধ্যমের ওয়েবসাইটেও দেখা যাবে ফল। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in, www.wbresults.nic.in ও www.results.shiksha । রেজাল্ট জানার পাশাপাশি এখান থেকে মার্কশিট ডাউনলোড করতে পারবে পড়ুয়ারা।
advertisement
ফলাফল দেখার ধাপগুলি নীচে দেওয়া হল
– wbchse.wb.gov.in -এ অফিসিয়াল ওয়েবসাইটে যান।
– তারপর West Bengal HS Result 2024 লিঙ্কে ক্লিক করুন।
– এবার রোল নম্বর ও বিস্তারিত তথ্য দিন
advertisement
– তারপর সাবমিট ক্লিক করুন
সংসদ সূত্রে জানান হয়েছে, সরকারি ওয়েবসাইটের হোম পেজে ঢুকলেই স্কিনে একটি লেখা দেখতে পাবে পড়ুয়ারা। লেখাটি হল, West Bengal Higher Secondary Examination Results 2024। এতে ক্লিক করলেই খুলে যাবে একটি ফর্ম। তাতে লিখতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এর পর সাবমিট অপশনে ক্লিক করলে স্ক্রিনে চলে আসবে মার্কশিট। যা ডাউনলোড ও প্রিন্ট করতে পারবে ছাত্র-ছাত্রীরা। SMS ও অ্যাপেও রেজাল্ট দেখা যাবে।
advertisement
২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি, শেষ হয়েছে ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থী-সহ তাদের অভিভাবকরা।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 1:17 PM IST

