"আপনারা আপনাদের প্রযুক্তিগত কাজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে করুন। সকাল ১০টা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন ছাত্র-ছাত্রীরা সকাল আটটার সময় থেকেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন। অফিস যাত্রীদের পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও ট্রেনে থাকবে। ট্রেন সমস্যার জন্য ভিড় হলে পরীক্ষার্থীদের মানসিক সমস্যা তৈরি হতে পারে। কোনও ট্রেন যাতে বাতিল না হয় সেটি আপনারা নিশ্চিত করুন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমাকে এর আওতা থেকে বাদ দিন", এমনই অনুরোধ জানিয়ে চিঠি সংসদের।
advertisement
নৈহাটি এবং হালিশহরের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ চলার জেরে গত কয়েকদিনের মতো আজও একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ ডিভিশনে। যার জেরে গত কয়েকদিন ধরেই এই শাখার যাত্রীরা চরম হয়রানির মুখে পড়েছেন। রবিবার শিয়ালদহ ডিভিশনে আপ-ডাউন মিলিয়ে ৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছিল।
আগামী ১৪ মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। মোট ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। সকাল দশটা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত হবে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু'জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা থাকবেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হচ্ছে বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও। ০৩৩ ২৩৩৭০৭৯২ এই কন্ট্রোল রুম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে-কোনও সহযোগিতা পাবেন ছাত্র-ছাত্রীরা বলেই সংসদ জানিয়েছে। এদিন সংসদের তরফে পরীক্ষার্থীদের গুজবে কান না দেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে এবার ট্রেন নিয়েও পদক্ষেপ সংসদের৷