TRENDING:

WBBSE Madhyamik Result: কেবল পড়া নয়, খেলাধূলা-শরীরচর্চাতেও সমান আগ্রহ! ভাল রেজাল্টের ‘সিক্রেট’ বলে দিল মাধ‍্যমিকে পঞ্চম আসিফ

Last Updated:

WBBSE Madhyamik Result: মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ মহাকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আশিফ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: মাধ্যমিকে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে হুগলির আরামবাগ মহাকুমার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র চৌধুরী মোহাম্মদ আশিফ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে মাধ্যমিকে পঞ্চম চৌধুরী মোঃ আসিফের। মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পরেই খুশির হাওয়া পরিবার পরিজন ও স্কুলের মধ্যে।
advertisement

গোঘাট থানার অন্তর্গত শেওড়া পঞ্চায়েতে আমডোবা গ্রামের বাড়ি চৌধুরী মোহাম্মদ আসিফের। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করত আসিফ। লক্ষ্য ছিল বহুদিন যাবত মাধ্যমিকে হোস্টেল থেকে ভাল ফল আসেনি। তাই এই বছর যাতে তাদের হোস্টেল থেকে ভাল ফল আসে সেই লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছিল ওই ছাত্র। তবে যা আশা করেছিল তার থেকে বেশি ভাল ফল হয়েছে, এমনটাই জানাল আসিফ।

advertisement

আরও পড়ুন: ফলপ্রকাশ মাধ‍্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ও তার বেশ আগ্রহ রয়েছে। দিনে সময় করে সকালে ৪ ঘন্টা ও রাতে ৪ ঘন্টা পড়াশোনা করত সে। বাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শরীরচর্চার দিকেও নজর দিত। মাধ্যমিকের ফল প্রকাশের পর এখন খুশির হাওয়া স্কুল চত্ত্বর ও পরিবারের লোকেদের মধ্যে। মধ্যবিত্ত বাড়ি থেকে মাধ্যমিকে এত ভাল ফল আশা করেনি তার পরিবারের লোকও।

advertisement

View More

আরও পড়ুন: নারকেল তেলে এই ১ টি জিনিস মেশালেই তৈরি হয়ে যাবে সানস্ক্রিন! মেখে যতখুশি রোদে ঘুরলেও কালো হবে না ত্বক, সারাদিন মুখ থাকবে তুলতুলে

এ বিষয়ে তার মা জানান, ছেলে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র। তাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে খুব একটা বেশি বলাবলি করতে হয়নি। যা পড়াশোনা করেছে নিজের থেকেই করেছে। বাদবাকি স্কুল তাকে খুব সাহায্য করেছে। আগামী দিনেও যা নিয়ে পড়তে চায় তাই নিয়েই বাড়ির লোক তাকে পড়াবে। কারণ ছেলের যা ইচ্ছা সে তাই হবে জীবনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে শীত জমে ক্ষীর, পাওয়া যাচ্ছে গরম গরম পাটিসাপটা! মাত্র ১৫ টাকাতেই 'দিলখুশ'
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result: কেবল পড়া নয়, খেলাধূলা-শরীরচর্চাতেও সমান আগ্রহ! ভাল রেজাল্টের ‘সিক্রেট’ বলে দিল মাধ‍্যমিকে পঞ্চম আসিফ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল