গোঘাট থানার অন্তর্গত শেওড়া পঞ্চায়েতে আমডোবা গ্রামের বাড়ি চৌধুরী মোহাম্মদ আসিফের। কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী স্কুলে হোস্টেলে থেকে পড়াশোনা করত আসিফ। লক্ষ্য ছিল বহুদিন যাবত মাধ্যমিকে হোস্টেল থেকে ভাল ফল আসেনি। তাই এই বছর যাতে তাদের হোস্টেল থেকে ভাল ফল আসে সেই লক্ষ্য নিয়ে অগ্রসর হচ্ছিল ওই ছাত্র। তবে যা আশা করেছিল তার থেকে বেশি ভাল ফল হয়েছে, এমনটাই জানাল আসিফ।
advertisement
আরও পড়ুন: ফলপ্রকাশ মাধ্যমিকের, পাশের হারে এবারেও সেরা পূর্ব মেদিনীপুর! দ্বিতীয়, তৃতীয় কারা?
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি ও তার বেশ আগ্রহ রয়েছে। দিনে সময় করে সকালে ৪ ঘন্টা ও রাতে ৪ ঘন্টা পড়াশোনা করত সে। বাকি সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা, শরীরচর্চার দিকেও নজর দিত। মাধ্যমিকের ফল প্রকাশের পর এখন খুশির হাওয়া স্কুল চত্ত্বর ও পরিবারের লোকেদের মধ্যে। মধ্যবিত্ত বাড়ি থেকে মাধ্যমিকে এত ভাল ফল আশা করেনি তার পরিবারের লোকও।
এ বিষয়ে তার মা জানান, ছেলে ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছাত্র। তাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে খুব একটা বেশি বলাবলি করতে হয়নি। যা পড়াশোনা করেছে নিজের থেকেই করেছে। বাদবাকি স্কুল তাকে খুব সাহায্য করেছে। আগামী দিনেও যা নিয়ে পড়তে চায় তাই নিয়েই বাড়ির লোক তাকে পড়াবে। কারণ ছেলের যা ইচ্ছা সে তাই হবে জীবনে।
রাহী হালদার