সুপ্রভর বাবা তাপস আদক একজন শিক্ষক,মা গৃহবধূ। ছোট থেকেই মেধাবী সুপ্রভ। মেদিনীপুর শহর সংলগ্ন জমুনাবালি এলাকার সারদা বিদ্যামন্দির এ পড়াশুনা করতো সে। বাবা মায়ের সাহায্যের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার এই পড়াশুনায় সবসময় সাহায্য করেছে।
advertisement
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
প্রতিদিন তেমন বাঁধাধরা নিয়মে পড়াশুনা করেনি সুপ্রভ।নিজের প্রয়োজন মত, প্রতিদিনের প্রস্তুতি নিত সে।পরবর্তীতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করে গবেষনা করতে চায়। সুপ্রভ জানিয়েছে, নির্দিষ্ট সময় বেঁধে সে পড়াশুনা করে নি। তবে বইয়ের পড়া শেষে অনুশীলন বেশি করে করতোl
আরও পড়ুন: এত ফেল কেন? এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ লক্ষেরও বেশি পরীক্ষার্থী
আশার চেয়েও ভাল ফল করে রাজ্যে পঞ্চম সে। ছেলের এই সাফল্যে খুশি সুপ্রভর মা। আনন্দে চোখে জল পরিবারের সকলের। ছেলের শুভ কামনায় মা ও বাবা।গান, ছবি আঁকার পাশাপাশি পড়াশুনাও সমান তালে চালিয়েছে। বাবা চান আরও বড় হোক তাদের ছেলে। সুপ্রভর এই সাফল্যে খুশি মেদিনীপুর বাসী।
Ranjan Chanda