TRENDING:

WBBSE Madhyamik Result 2023||West Midnapore News: ‘বাঁধাধরা নিয়ম মেনে পড়ি না’ তাও পঞ্চম স্থানে মেদিনীপুরের কৃতী, ভবিষ্যতে কী করতে চায় সুপ্রভ?

Last Updated:

মাধ্যমিকের সারা রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে মেদিনীপুরের সুপ্রভ আদক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: সারা রাজ্যে পাশাপাশি মেদিনীপুর জেলাতেও জয়জয়কার মাধ্যমিক পরীক্ষায়। মাধ্যমিক পরীক্ষায়, সারা রাজ্যে পঞ্চম পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের সুপ্রভ আদক।বড় হয়ে পদার্থবিদ্যায় পাঠ নিয়ে গবেষনা করতে চান সুপ্রভ।
advertisement

সুপ্রভর বাবা তাপস আদক একজন শিক্ষক,মা গৃহবধূ। ছোট থেকেই মেধাবী সুপ্রভ। মেদিনীপুর শহর সংলগ্ন জমুনাবালি এলাকার সারদা বিদ্যামন্দির এ পড়াশুনা করতো সে। বাবা মায়ের সাহায্যের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তার এই পড়াশুনায় সবসময় সাহায্য করেছে।

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

advertisement

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

প্রতিদিন তেমন বাঁধাধরা নিয়মে পড়াশুনা করেনি সুপ্রভ।নিজের প্রয়োজন মত, প্রতিদিনের প্রস্তুতি নিত সে।পরবর্তীতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করে গবেষনা করতে চায়। সুপ্রভ জানিয়েছে, নির্দিষ্ট সময় বেঁধে সে পড়াশুনা  করে নি। তবে বইয়ের পড়া শেষে অনুশীলন বেশি করে করতোl

advertisement

আরও পড়ুন: এত ফেল কেন? এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ লক্ষেরও বেশি পরীক্ষার্থী

আশার চেয়েও ভাল ফল করে রাজ্যে পঞ্চম সে। ছেলের এই সাফল্যে খুশি সুপ্রভর মা। আনন্দে চোখে জল পরিবারের সকলের। ছেলের শুভ কামনায় মা ও বাবা।গান, ছবি আঁকার পাশাপাশি পড়াশুনাও সমান তালে  চালিয়েছে। বাবা চান আরও বড় হোক তাদের ছেলে। সুপ্রভর এই সাফল্যে খুশি মেদিনীপুর বাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik Result 2023||West Midnapore News: ‘বাঁধাধরা নিয়ম মেনে পড়ি না’ তাও পঞ্চম স্থানে মেদিনীপুরের কৃতী, ভবিষ্যতে কী করতে চায় সুপ্রভ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল