Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
advertisement
গত বছরের মতো পাসের হারে এ বছরও শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর৷ পূর্ব মেদিনীপুরে পাশ করছে ৯৬.৮১ শতাংশ পরীক্ষার্থী৷ গত বছর অর্থাৎ ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ৷ এবছর মাধ্যমিকে আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৬৯৭২১২ জন৷ পরীক্ষা দিয়েছেন ৬৮৩৩২১ জন৷ মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি৷ মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ৷ কলকাতায় পাশের হার ৯৩.৭৫ শতাংশ৷ ৪৪ হাজার পরীক্ষক খাতা দেখেছেন৷
সবার আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?
— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com
— মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করুন
আরও পড়ুন: ৬৯৭ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, পরের বছর মাধ্যমিক কবে ?
— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন মাধ্যমিকের রেজাল্ট
— রেজাল্ট জানার পর ডাউনলোড করতে হবে মার্কশিট
আরও পড়ুন: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, দুপুর ১২টা থেকে রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
৭৫ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে এ বছরের মাধ্যমিকের ফলাফল৷ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানান হয়েছে এ দিনই ছাত্রছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুল থেকে হাতে পেয়ে যাবেন৷