Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
দুর্গাপুরের গুরু নানক রোডের বাসিন্দা অরিজিৎ মন্ডলের বাবা পেশায় ইসিএল কর্মী, মা গৃহকর্ত্রী। মাধ্যমিকে এই সাফল্য আশা করেছিল অরিজিৎ। তার আশ্রমিক জীবন যাপন অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা এবং জীবন যাপন এই সাফল্য এনে দিতে অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছেন অরিজিৎ।
advertisement
আরও পড়ুন: পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে মাধ্যমিকে অষ্টম কামারপুকুরের রাজদীপ
ফল ঘোষণার পর অরিজিৎ মন্ডলের বাড়িতে খুশির আবহ। অরিজিৎ মন্ডল জানিয়েছেন, আশ্রমে যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হত। ক্লাস করার সময় বাদ দিলে, সকালে দু’ঘণ্টা, সন্ধ্যায় দু’ঘণ্টা এবং রাত্রে বেলায় দেড় ঘন্টা পড়াশোনা করত সে। আলাদা করে প্রাইভেট টিউটর তার ছিল না। তবে মাধ্যমিকে তার কাছ থেকে ভাল ফল আশা করেছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজেরাও। আগামী দিনে অরিজিৎ নিজে একজন চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে। সেই মতো আগামী দিনে সে প্রস্তুতিও নেবেন।
আরও পড়ুন: নজির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, যমজ ভাই-সহ ১২ ছাত্র মাধ্যমিকের মেধাতালিকায়
মাধ্যমিকে সাফল্যের পিছনে বাবা-মা এবং দাদা মানসিক ভাবে সাপোর্ট করেছেন অনেকটা, সহযোগিতা করেছেন, এমনটাই বলেছেন অরিজিৎ। একই সঙ্গে এই সাফল্যের পিছনে মহারাজ এবং শিক্ষকদের সহযোগিতা সব সময় পেয়েছেন তিনি। তাই সাফল্যের পর তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ। অন্যদিকে, ছেলের এই সাফল্যে খুশি অরিজিতের বাবা-মা এবং পরিবারের সকলে।
Nayan Ghosh