TRENDING:

WBBSE Madhyamik 2023 Results || West Bardhaman News: আশ্রমিক জীবনযাপনই আনল সফলতা! এবারের মাধ্যমিকে পঞ্চম অরিজিৎ

Last Updated:

আশ্রমিক জীবন যাপন অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা এবং জীবন যাপন এই সাফল্য এনে দিতে অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছেন অরিজিৎ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : মাধ্যমিক পরীক্ষায় পঞ্চম স্থান দখল করেছেন অরিজিৎ মন্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের এই পরীক্ষার্থী বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা। জেলার পড়ুয়া হিসেবে তিনি একমাত্র পরীক্ষার্থী, যিনি মাধ্যমিকের প্রথম দশের মধ্যে রয়েছেন। অরিজিৎ মন্ডল এর প্রাপ্ত নম্বর ৬৮৮।
advertisement

West Bengal HS Result 2023 LIVE Updates : আর কিছুক্ষণের মধ্যে এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক

Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023

দুর্গাপুরের গুরু নানক রোডের বাসিন্দা অরিজিৎ মন্ডলের বাবা পেশায় ইসিএল কর্মী, মা গৃহকর্ত্রী। মাধ্যমিকে এই সাফল্য আশা করেছিল অরিজিৎ। তার আশ্রমিক জীবন যাপন অর্থাৎ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা এবং জীবন যাপন এই সাফল্য এনে দিতে অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছেন অরিজিৎ।

advertisement

আরও পড়ুন: পাঁচ থেকে ছয় ঘন্টা পড়ে মাধ্যমিকে অষ্টম কামারপুকুরের রাজদীপ

ফল ঘোষণার পর অরিজিৎ মন্ডলের বাড়িতে খুশির আবহ। অরিজিৎ মন্ডল জানিয়েছেন, আশ্রমে যে নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতে হত। ক্লাস করার সময় বাদ দিলে, সকালে দু’ঘণ্টা, সন্ধ্যায় দু’ঘণ্টা এবং রাত্রে বেলায় দেড় ঘন্টা পড়াশোনা করত সে। আলাদা করে প্রাইভেট টিউটর তার ছিল না। তবে মাধ্যমিকে তার কাছ থেকে ভাল ফল আশা করেছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজেরাও। আগামী দিনে অরিজিৎ নিজে একজন চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে। সেই মতো আগামী দিনে সে প্রস্তুতিও নেবেন।

advertisement

আরও পড়ুন: নজির নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, যমজ ভাই-সহ ১২ ছাত্র মাধ্যমিকের মেধাতালিকায়

মাধ্যমিকে সাফল্যের পিছনে বাবা-মা এবং দাদা মানসিক ভাবে সাপোর্ট করেছেন অনেকটা, সহযোগিতা করেছেন, এমনটাই বলেছেন অরিজিৎ। একই সঙ্গে এই সাফল্যের পিছনে মহারাজ এবং শিক্ষকদের সহযোগিতা সব সময় পেয়েছেন তিনি। তাই সাফল্যের পর তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অরিজিৎ। অন্যদিকে, ছেলের এই সাফল্যে খুশি অরিজিতের বাবা-মা এবং পরিবারের সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WBBSE Madhyamik 2023 Results || West Bardhaman News: আশ্রমিক জীবনযাপনই আনল সফলতা! এবারের মাধ্যমিকে পঞ্চম অরিজিৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল