Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
ফলাফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, এবারের মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোড রাখা থাকছে। যফলাফলের স্বচ্ছতা এবং মার্কশিট ও সার্টিফিকেটের অথেন্টিকেশন বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথম পর্ষদের তরফে কিউআর কোড দেওয়া মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হল ছাত্রছাত্রীদের।
advertisement
অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জালিয়াতি ও নকল রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মার্কশিট ও সার্টিফিকেট এ কিউআর কোডের ব্যবহার করবে। যাতে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এর নকল আটকানো যায়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর ইতিমধ্যেই সেই সংক্রান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছে সংসদের তরফে। চলতি বছরে ছাত্রছাত্রীরা যে মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবেন সেখানে কিউআর কোড ব্যবহার থাকবে। মূলত এই কিউ আর কোড একাধিক জায়গায় বর্তমানে ব্যবহার করা হয়। বিশেষত যাতে যে কোনও জিনিস নকল না করা হয়। বর্তমানে ই-পেমেন্টের ক্ষেত্রেও কিউআর কোড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর কিউ আর কোড টি স্ক্যান করে ওই মার্কশিটটি আসল না নকল তা সহজেই ধরা পড়বে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে একাধিক জাল মার্কশিটের খবর আসছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ চলাকালীন উচ্চমাধ্যমিকের জাল মার্কশিট ধরা পড়েছে। এই সংক্রান্ত একাধিক অভিযোগ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে আসছে। তার পুনরাবৃত্তি এড়াতে সংসদের তরফে এই সিদ্ধান্ত বলেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। আগামী ২৪ মে দুপুর ১২টায় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবছর রেকর্ড সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছরের ফল প্রকাশ করছে। সাড়ে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। ২৪ মে দুপুর সাড়ে বারোটার পর থেকে বিভিন্ন ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে ২৪ তারিখ ফল প্রকাশ করা হলেও ৩১ মে সকাল ১১টার পর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়