TRENDING:

WB secondary council chairman Ramanuj Gangopadhyay: দুয়ারে পর্ষদ সভাপতি, মাধ্যমিকের মাঝেই বেনজির ঘটনা! প্রশ্নফাঁস নিয়ে বিস্ফোরক মন্তব্য

Last Updated:

WB secondary council chairman Ramanuj Gangopadhyay: আজ মালদহ, দুই দিনাজপুরে পরিদর্শনে পর্ষদ সভাপতি। পরীক্ষা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: এবার 'দুয়ারে' পর্ষদ সভাপতি। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জেলা সফরে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই প্রথম পরীক্ষা চলাকালীন জেলা শহরে কোনও পর্ষদ প্রধান। আজ সকাল সোওয়া দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছন তিনি। এরপর সকাল পৌনে এগারোটা নাগাদ পরীক্ষা শুরুর আগেই পৌঁছে যান মালদহ শহরের উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
advertisement

এরপর তিনি পৌঁছে যান লাগোয়া কৃষ্ণমোহন বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে। বেলার দিকে তিনি পৌঁছে যান মালদহের গ্রামীণ পরীক্ষা কেন্দ্র পান্ডুয়া স্কুলে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছে স্কুলগুলির প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে নিয়ে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। বিভিন্ন পরীক্ষার হলগুলিতে যান তিনি। কী ভাবে পরীক্ষার্থীদের বসার বন্দোবস্ত করা হয়েছে, বাথরুমগুলির ব্যবস্থাপনা কেমন, পরীক্ষার হলগুলিতে ঘড়ি, ও আলোর ব্যবস্থাপনা, পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে কিনা? তা সরজমিনে খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি।

advertisement

.

আরও পড়ুন: হঠাৎ ধোঁয়া, ভিতরে তখন ঠাসা যাত্রী, কলকাতায় মেট্রোয় মারাত্মক কাণ্ড! ফাঁক হল রেক

বরাবরই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পরীক্ষাগুলিতে পর্ষদ ও উচ্চশিক্ষা সংসদের মাথাব্যাথার কারণ হয়ে থাকে মালদহের মতো জেলা। পর্ষদের হিসেবে অত্যন্ত 'স্পর্শকাতর' মালদহ। মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন এই মালদহ জেলাকেই বেছে নিলেন কেন ? পর্ষদ সভাপতি বলেন, পরীক্ষা পর্বে বিভিন্ন জেলাতেই ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে ইংরেজি পরীক্ষার দিন মালদহের মতো জেলা ঘুরে দেখা বাড়তি সুযোগ।

advertisement

আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রশ্ন ফাঁস ও টোকাটুকি বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি বলেন, 'প্রশ্ন ফাঁস করে, টোকাটুকি করে পরীক্ষা দিয়ে লাভ হয় না। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, কনফিডেন্স বাড়াতে গেলে, সঠিকভাবে পরীক্ষা দিতে হয় একথা বলার জন্যই আমি জেলায় এসেছি। মাধ্যমিকে অঙ্ক পরীক্ষার আগে কোনও ছুটি না থাকায় পরীক্ষার্থীদের অসুবিধের সম্পর্কে পর্ষদ সভাপতি বলেন, এক বছর আগে আমাদের পরীক্ষা সূচি তৈরি হয়েছিল। এরপর ভোট ঘোষণা হয়ে যাওয়ায় দিন বদল করতে হয়েছে। বিষয়টি আমাদের হাতে ছিল না। আমাদের হাতে থাকলে এমন অসুবিধে হত না।'  পরিদর্শনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, পর্ষদ থেকে যেসব নির্দেশ জেলায় দেওয়া হয়েছিল সেগুলি সবই খুব ভাল ভাবে কার্যকর করা হয়েছে। পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে শেষ করার ব্যাপারে আশাবাদী পর্ষদ।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB secondary council chairman Ramanuj Gangopadhyay: দুয়ারে পর্ষদ সভাপতি, মাধ্যমিকের মাঝেই বেনজির ঘটনা! প্রশ্নফাঁস নিয়ে বিস্ফোরক মন্তব্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল