কলকাতা: ফের মেট্রোয় আগুন আতঙ্ক। শুক্রবার দুপুর ১২:২৩ নাগাদ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি মেট্রো রেক থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রেকটি পৌঁছনোর পরে কর্তব্যরত মেট্রো আধিকারিকদের প্রথম বিষয়টি নজরে আসে।
তৎক্ষণাৎ মেট্রোর রেকটিকে ফাঁকা করানো হয়। ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্মের কিছুটা অংশ। স্বভাবতই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।সাময়িক ভাবে মেট্রো চলাচল বিঘ্নিত হয় এই লাইনে। ইঞ্জিনিয়াররা রেকটিকে পরীক্ষা করে দেখে কার শেডে পাঠানোর সিদ্ধান্ত নেন। ফাঁকা রেকটিকে সেখান থেকে মোটরম্যান কবি সুভাষ কারশেডে নিয়ে যান।
আরও পড়ুন: রেললাইনের ধারে ওটা কী? সামনে যেতেই ভয়ঙ্কর দৃশ্য, সিঙ্গুরে চাঞ্চল্য
আরও পড়ুন: 'ভাইরাল' বলেন কথায় কথায়, সোশ্যাল মিডিয়ায় কী ভাবে চালু হল এই শব্দ, আপনি জানেন?
মেট্রো সূত্রে খবর, ৯ মিনিটের মধ্যে রেকটিকে রওনা করে দেওয়া হয় কবি সুভাষ কারশেডের উদ্দেশ্যে। ফলে মেট্রো চলাচলের উপর সেই অর্থে কোনও প্রভাব পড়েনি। মেট্রোর আধিকারিকরা জানান, আগুন দেখা যায়নি। শুধুমাত্র ধোঁয়া বেরোতে দেখা যায়। কোনরকম কোনো ক্ষয়ক্ষতির কোনো ঘটনাও ঘটেনি বলে জানান তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।