Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধাতালিকা ঘোষণা করেন। তার পরেই ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটে তিনি বলেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।” এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ।
advertisement
মাধ্যমিকে দ্বিতীয় হয়েছে যুগ্ম ভাবে দু’জন। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র শুভম পালে প্রাপ্ত নম্বর ৬৯১। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৮.৭১।
যুগ্মভাবে দ্বিতীয় হওয়া অপরজন মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া রিফাত হাসান সরকার।
Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
তিনিও একই নম্বর পেয়েছেন। মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন এক ছাত্রী। তাঁর নাম দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৯.৫৭।
আরও পড়ুন, পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সর্বোচ্চ, এখানেই এক ক্লিকে জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট
দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ । পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট। অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 । News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ।