আরও পড়ুনঃ মাত্র ৩ মাস পাওয়া যায়! ভিটামিন C, পটাসিয়াম, ফাইবারের খনি! সবুজ এই ফল কোলেস্টেরলের যম
সায়কের বাবা গুজরাতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বাড়িতে, মা ও ছেলে দুজনেই থাকে। নদিয়ার পালপাড়া পশ্চিমে তার বাড়ি। ছোটবেলা থেকেই বরাবরই ভাল নম্বর নিয়েই পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ হয়েছে সায়ক। সায়কের গৃহ শিক্ষক ছিল চারজন, প্রত্যহ ৬ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করতেন তিনি।
advertisement
তবে, জীবনে শুধুই যে তিনি পড়াশোনা করেছে এমনটি নয়, পড়াশোনার পাশাপাশি সমান্তরালে খেলাধুলো ও বিনোদন চর্চা করতে সে ভালবাসতো বলে আমাদের জানায়। ইতিমধ্যেই নিট(NEET) পরীক্ষা দিয়ে চিকিৎসক হওয়ার যাবতীয় পড়াশোনা করতে চায় তিনি এবং ভবিষ্যতে একজন সফল ডাক্তার হয়ে গরিব মানুষের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য রয়েছে তাঁর।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:10 PM IST