TRENDING:

WB HS Result 2024: সবাই করলেও এই কাজটি কোনওদিন করেনি! ছকভেঙে উচ্চ মাধ্যমিকে তৃতীয় অভিষেক

Last Updated:

WB HS Result 2024: সাফল্যের ধারাবাহিকতা, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অভিষেক গুপ্ত, আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: সোশ্যাল মাধ্যমে না থেকেই ধারাবাহিক সাফল্য। মাধ্যমিকে রাজ্যে চতুর্থ তারপর উচ্চমাধ্যমিকে একধাপ উন্নতি।‌ রাজ্যে একক ভাবে তৃতীয় মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অভিষেক গুপ্ত। সাফল্য ধরে রাখতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।‌ তার জন্য সোশ্যাল মাধ্যম থেকে দূরে থেকেছে অভিষেক।
বাবা মায়ের সঙ্গে অভিষেক
বাবা মায়ের সঙ্গে অভিষেক
advertisement

নিয়মিত দিনে আট থেকে ১০ ঘণ্টা পড়াশোনা করেই এসেছে এমন সাফল্য। নেই ফেসবুকে অ্যাকাউন্ট। মোবাইলে অন্যান্য সোশ্যাল মাধ্যম থেকেও দূরে থেকেছে। তবে পড়াশোনার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু প্রয়োজন সেইটুকু সময় মোবাইলে সময় দিয়েছে। বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা।‌ প্রিয় বিষয় অঙ্ক। ছোট থেকেই পড়াশোনায় ভাল অভিষেক। বাড়ি মালদহ শহরের কৃষ্ণপল্লী এলাকায়। বাবা শিবশান্ত গুপ্ত, মালদহের বেসরকারি নার্সিংহোমের কর্মী। মা অনামিকা সাহা গুপ্ত, পেশায় স্কুল শিক্ষিকা। একমাত্র সন্তান অভিষেক।

advertisement

আরও পড়ুনঃ রান্নার স্বাদ বাড়াতে টম্যাটো দিচ্ছেন? কাঁচা তো দূর, রান্না খাবারও কারা ভুলেও ছোঁবেন না? জানুন চিকিৎসকের মত

মালদহ শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া। মাধ্যমিকে রাজ্য চতুর্থ স্থান অধিকার করেছিল অভিষেক। তারপর এবার উচ্চমাধ্যমিকে ধারাবাহিক সাফল্য এসেছে। রাজ্য মেধা তালিকায় এবারও স্থান পেয়েছে অভিষেক। মা অনামিকা সাহা গুপ্ত বলেন, ছেলের সাফল্যে খুব খুশি। মাধ্যমিকেও ভাল ফল করেছিল মেধা তালিকায় নাম এসেছিল। উচ্চমাধ্যমিকেও মেধা তালিকায় ছেলের নাম এসেছে। ছোটবেলা থেকেই ছেলে পড়াশুনায় ভাল। আগামীতে ছেলের যা স্বপ্ন রয়েছে তা পূরণ হোক।

advertisement

আরও পড়ুনঃ জেলায় স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ! কত বেতন? কীভাবে আবেদন করবেন? রইল আবেদনের খুঁটিনাটি

মাধ্যমিকের চেয়ে উচ্চমাধ্যমিকের ফলে এক ধাপ এগিয়েছে অভিষেক। ৪৯৪ নম্বর পেয়ে মেধা তালিকায় সম্ভাব্য তৃতীয় স্থানে রয়েছে। মালদহ জেলায় সম্ভাব্য প্রথম অভিষেক। বিজ্ঞান বিভাগের ছাত্র। আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে। অভিষেক গুপ্ত বলে, মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয়েছিলাম। তখন থেকেই চাপ আরও বেড়েছিল। উচ্চ মাধ্যমিকের ফল ভাল করার আশায় পড়াশোনায় জোর দিয়েছিলাম। মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনায় বেশি জোর দেওয়া প্রয়োজন পড়েছিল কারণ এখানে সমস্ত বিষয়গুলি ডিটেলে পড়তে হয়। কোনও সোশ্যাল মাধ্যমে আমি ছিলাম না কোনওদিন। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে ভাল লাগে আমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'রনা' ডাকাতের নাম থেকেই হয় আজকের 'রানাঘাট'! আগে নাম কি ছিল জানেন? রনা ডাকাতের পরিচয় জানুন
আরও দেখুন

হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2024: সবাই করলেও এই কাজটি কোনওদিন করেনি! ছকভেঙে উচ্চ মাধ্যমিকে তৃতীয় অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল