সাহাপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠের অ্যাসিস্টেট টিচার রুদ্রশেখর সাহা বলেন, “উচ্চ মাধ্যমিকের বাংলার প্রশ্ন মোটের উপর ঠিকঠাক প্রশ্ন হয়েছে। খুব কঠিনও না আবার খুব সহজও না। তবে ছোট প্রশ্নগুলি খুবই খুঁটিয়ে এসেছে। তাই সাজেশন ভিত্তিক বা নোটবই ভিত্তিক প্রস্তুতি ছাড়াও যদি কোনও পড়ুয়া মন দিয়ে পাঠ্য বইটি পড়ে তবে ভাল নম্বর তুলতে অসুবিধা হবে না।”
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম পরীক্ষার দিনই কেন্দ্র বিভ্রাট! ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা
প্রসঙ্গত, জানা গিয়েছিল আজ পরীক্ষা কেন্দ্রে এক পড়ুয়া প্রশ্নপত্রের ছবি তুলে তা স্যোশাল মিডিয়ায় ভাইরাল করার চেষ্টা করে। তার পরীক্ষা বাতিল করা হয়। পাশাপাশি আরও দুই পড়ুয়া ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তাদেরও পরীক্ষা বাতিল হয়। এই বিষয়ে ওনার কী মতামত তা জানতে চাওয়া হলে শিক্ষক বলেন, ” যে সমস্ত পড়ুয়ারা এই কাজ করেছে তার দায় শুধু মাত্র তাদের। বার বার নিষেধের পরও এই অনভিপ্রেত ঘটনা বার বার ঘটছে। বড় পরীক্ষা ভয় পেয়েই এই কাজ হয়তো তারা করছে। প্রথম পরীক্ষাতেই তাঁরা এই পথ অবলম্বন করছে, ফলে বোঝাই যাচ্ছে তাঁদের পরীক্ষার প্রস্তুতি সে রকম হয়নি।”
