প্রত্যুষের নম্বর প্রকাশের পরেই আনন্দে আত্মহারা হয়েও পড়েন প্রত্যুষা ও তাঁর পরিবার। বড় হয়ে একজন শিক্ষিকা হওয়ার ইচ্ছে রয়েছে প্রত্যুষার। প্রত্যুষা বলেন এত ভাল রেজাল্ট হবে তা কখনোই আশা করতে পারিনি। স্কুলে কিছু হতে পারব এইরকমই আশা ছিল। প্রত্যুষা জানান সে সারা দিনে দুই থেকে তিন ঘন্টা বাড়িতে পড়াশোনা করে। প্রত্যুষা বলেন, ‘আমি ভাবতেই পারছি না। এতটাই খুশি আমি যে কি বলব বুঝতে উঠতে পারছি না।’
advertisement
প্রত্যুষা আরও জানায়, “আজ ১২টা নাগাদ যখন ফল প্রকাশ করা হচ্ছিল, তখন আমি নেটে আমার রেজাল্ট দেখার চেষ্টা করছিলাম। সেই সময়েই স্কুলের একজন শিক্ষিকার ফোন আসে, এবং উনি আমাকে জানান যে আমি নবম স্থান পেয়েছি। আমার এই ফলাফলের পিছনে আমার স্কুলের শিক্ষিকাদের, আমার মা বাবার অনেক অবদান রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন, আর কয়েক মিনিট এখানেই দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফল, করতে হবে শুধু একটা ক্লিক
আরও পড়ুন, আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন NEWS18 BANGLA.COM-এ
এবারে প্রত্যুষার লক্ষ্য, একটি ভাল বিষয় নিয়ে স্নাতকস্তরে পড়াশোনা করা। ভবিষ্যতে তাঁর লক্ষ্য একজন ভাল শিক্ষিকা হওয়া। এই বিষয়ে তিনি জানান, “আমার বাবা একজন প্রাথমিক স্কুল শিক্ষক। এদিকে প্রত্যুষার ভাল ফলাফলে খুশি ইসলামপুরবাসী।
পিয়া গুপ্তা