TRENDING:

WB HS 12th Result 2023: ব্যান্ডের লিড সিঙ্গার, আর পড়াশোনার সময়? উচ্চ মাধ্যমিকের সব ছক ভেঙে দিলেন প্রথম শুভ্রাংশু

Last Updated:

WB HS 12th Result 2023: আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তাঁর একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর: সারাদিনে মাত্র ৪ ঘন্টা পড়েই উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম নরেন্দ্রপুর রামকৄষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার ৷ সোশ‍‍্যাল মিডিয়ায় তার কার্যত কোনও বিচরণ নেই ৷ আগামীদিনে অর্থনীতি নিয়ে পড়াশুনা করার ইচ্ছে রয়েছে তাঁর ৷ মিশনের ছাত্রদের নিয়ে যে ব্যান্ড রয়েছে জোনাকি তাঁর একসময় লিড সিঙ্গার ছিল শুভ্রাংশু ৷ আজকেও সবার আবদারে দুকলি গান গেয়ে শোনায়  – ‘বন্ধু তোমায় কি গান শোনাবো এই বিকেল বেলায়’ ৷
advertisement

স্কুলের শিক্ষকরা তাঁকে খুব সাহায্য করেছে ৷ এছাড়া তাঁকে সবথেকে বেশি সাহায্য করেছে স্কুলের লাইব্রেরি ৷ যেখানে সময় কাটাতে ও পড়াশুনা করতে পছন্দ করত ৷ বন্ধুদের সঙ্গে পড়াশুনা নিয়ে প্রতিযোগিতা ছিল ৷ তবে তা সুস্থ প্রতিযোগিতা ৷ শুভ্রাংশুর বক্তব্য ভাল রেজাল্টের ব্যাপারে সে আশাবাদী ছিল ৷ তবে একেবারে প্রথম হবে সেটা ভাবেনি ৷ ভাল রেজাল্ট বা পড়াশুনা করার জন্য একটা প্যাশন থাকতে হবে মত শুভ্রাংশুর ৷ শুভ্রাংশুর বাবা তাপস সরদার পিক আপ ভ্যান চালান ৷ বাড়িতে অর্থাভাব রয়েছে ৷

advertisement

মোবাইলেই তাঁরা জানতে পারেন ছেলের প্রথম হওয়ার খবর ৷ তাঁর বক্তব্য জেদ থাকতে হবে তবেই জীবনের সাফল্য আসবে ৷ গিফট হিসেবে বই সবসময় পছন্দ করত ৷ এমনকী পুজোর সময় নতুন জামা কাপড়ের বদলে বই নিত শুভ্রাংশু ৷ মা বাড়িতেই টুকটাক সেলাইয়ের কাজ করতেন ৷ তিনি জানান ছেলে একটু ফুডি ৷ খেতে ভালোবাসে ৷ বিরিয়ানি, চাইনিজ খাবার শুভ্রাংশুর পছন্দ বলে জানালেন তাঁর মা শম্পা সরদার ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS 12th Result 2023: ব্যান্ডের লিড সিঙ্গার, আর পড়াশোনার সময়? উচ্চ মাধ্যমিকের সব ছক ভেঙে দিলেন প্রথম শুভ্রাংশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল