West Bengal HS Result 2023: কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি? কবেই বা শেষ তারিখ? জানাল পর্ষদ

Last Updated:

West Bengal HS Result 2023: ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে। আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি?
কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি?
আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বেলা ১২ টায় ফল প্রকাশ হয়েছে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা।
advertisement
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রেজাল্ট ঘোষণা করেন। ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে।
advertisement
আরও পড়ুনঃ পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য জানিয়ে দিল সংসদ
মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে তার মধ‍্যে ১৫টি ছিল ভাষা। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চলতি বছরের ফল প্রকাশ করা হল। সাড়ে আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তবে ২৪ তারিখ ফল প্রকাশ করা হলেও ৩১ মে সকাল ১১ টার পর থেকেই স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জালিয়াতি ও নকল রুখতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার মার্কশিট ও সার্টিফিকেটে কিউআর কোডের ব্যবহার হবে এবছর।
advertisement
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: কবে থেকে করা যাবে উচ্চ মাধ‍্যমিকের স্ক্রুটিনি? কবেই বা শেষ তারিখ? জানাল পর্ষদ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement