West Bengal HS Result 2023: মাধ্যমিক না দিয়েই উচ্চ মাধ্যমিক, কোভিড কাটিয়ে জীবনের বড় পরীক্ষায় ২০২৩-এর পড়ুয়ারা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা। মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে তার মধ্যে ১৫টি ছিল ভাষা।
আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। বেলা ১২ টায় ফল প্রকাশ হয়েছে। গত ১৫ মে ট্যুইটে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন। প্রসঙ্গত, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত ১৪ মার্চ থেকে। শেষ হয়েছে ২৭ মার্চ। অতিমারি পর্ব কাটিয়ে এ বছর ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছিলেন পরীক্ষার্থীরা।
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা ২০২১ সালে মাধ্যমিক দেইনি তাঁরা মহামরীর কারণে। তাই উচ্চ মাধ্যমিক ছিল তাঁদের জন্য প্রথম বড় পরীক্ষা। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে আমাদের কাছে এটি একটি চ্যালেঞ্জ ছিল।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেকর্ড দিনের মাথায় আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, মার্কশিট ও সার্টিফিকেটে থাকবে ‘QR Code’
মোট ৬০ টি বিষয় পরীক্ষা হয়েছে তার মধ্যে ১৫টি ছিল ভাষা। পরীক্ষা কেন্দ্রের প্রত্যেকটি পরীক্ষা হলে দু’জন করে নজরদারির জন্য শিক্ষক-শিক্ষিকা ছিলেন। এবারও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র করা হয়েছিল। এবছর প্রায় ১৪০০ জন প্রধান পরীক্ষক এবং ৫৫ হাজার পরীক্ষক নিয়োগ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। সংসদের তরফ থেকে চালু করা হয়েছিল কন্ট্রোল রুমও।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 12:39 PM IST