২০২৪-এর জানুয়ারি মাস থেকেই নতুন এই দুটি কোর্সের জন্য আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। যে কোনও বিভাগ থেকেই ছাত্রছাত্রী কিংবা চাকরিজীবীরাও এই কোর্স দুটির জন্য আবেদন করতে পারবেন। মোট ৬০টি আসন নিয়ে শুরু হতে চলেছে এই দুটি কোর্স। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ময়নাগুড়ি কলেজ ও ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের যৌথ প্রচেষ্টায় ময়নাগুড়ি কলেজের অধীনে শুরু হতে চলেছে এই দুটি কোর্স। তবে ক্লাস হবে শিলিগুড়ির বাঘা যতীন মাঠ সংলগ্ন এই সংস্থার শাখায়। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চলবে ক্লাস। এক সাংবাদিক বৈঠকে কোর্স দুটি সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ ও সংস্থার কর্মকর্তারা জানান।
advertisement
আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন কাটরা মসজিদ! জানুন অজানা ইতিহাস
এদিনের সাংবাদিক বৈঠকে ময়নাগুড়ি কলেজের প্রিন্সিপাল ডঃ দেবকুমার মুখোপাধ্যায় বলেন, “যাঁরা এই এ বিষয়গুলিকে নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্য এটাই সুবর্ণ সুযোগ। নতুন এই কোর্সগুলি তাঁদের চাকরির ক্ষেত্রে একাধিক পথ খুলে দেবে।” একই বক্তব্য ডঃ দেবাশিস দত্তর।
আরও পড়ুন: আজই নিউমার্কেটে হকার নিয়ন্ত্রণ অভিযান! ধর্মতলার ফুটপাতে বসতে পারবেন মাত্র ১১৬ জন বিক্রেতা
অন্যদিকে, ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে সন্দীপ সেনগুপ্ত বলেন, “ছাত্রছাত্রীদের পাশাপাশি যেহেতু চাকরিজীবীরাও এই কোর্সগুলো করতে পারবেন তাই ক্লাসের সময়গুলি তাঁদের সুবিধামতো রাখা হবে। উত্তরবঙ্গের অনেকেই এই বিষয়গুলি নিয়ে ভবিষৎ গড়তে চান, তাঁদের জন্যই আমাদের এই কোর্সগুলিকে নিয়ে আসা।”
উল্লেখ্য, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা চাকরি পাওয়ার ক্ষমতা ছাড়াও খুব দ্রুত ক্যারিয়ার গঠন করতে পারেন। তারা নিজেদের পছন্দ মতো অবস্থান খুঁজে বের করার জন্য বিভিন্ন বিকল্পের সন্ধান পেয়ে থাকেন। এক্ষেত্রে কাজের পরিসর ব্যাপক। তাই তারা যেকোনও একটিকে বেছে নিয়ে নিজের ও পেশাগত উন্নতি ঘটাতে পারেন, দক্ষতা বাড়াতে পারেন এবং ব্যক্তিগত পরিসর আরও বড় করতে পারেন।
অনির্বাণ রায়