TRENDING:

Visva Bharati University Medical College: এবার বিশ্বভারতীতে তৈরি হবে মেডিক্যাল কলেজ! কবে জানেন?

Last Updated:

Visva Bharati University Medical College: মেডিক্যাল কলেজ গড়তে চাইছে বিশ্বভারতী! বৈঠকে কী সিদ্ধান্ত হল জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: বোলপুর শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এছাড়াও বোলপুরে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নানান দর্শনীয় জায়গা। এবার সেই বোলপুর শান্তিনিকেতনে মেডিক্যাল কলেজ তৈরি করতে চাইছে বিশ্বভারতী।
বিশ্বভারতী
বিশ্বভারতী
advertisement

সূত্র মারফত খবর, সেই মর্মে সরকারি পদ্ধতি মেনে মেডিক্যাল কলেজের অনুমোদনের জন্য আবেদন করতে চলেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ২০২৩ সালে সেপ্টেম্বর মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। ঐতিহ্যক্ষেত্রের রক্ষণাবেক্ষণ নিয়ে বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গত মাসে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেখানেই বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি বিশ্বভারতী একটি মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাব তোলা হয়।

advertisement

আরও পড়ুন: হাতে সময় ২ ঘণ্টা, সাত জেলায় কাঁপিয়ে আসছে ঝড়-বৃষ্টি! আবহাওয়ার আপডেট

View More

সেই প্রস্তাবকে সাধুবাদ জানায় জেলা প্রশাসন। এর পরেই এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য প্রবীরকুমার ঘোষ। পুজোর ছুটির আগে, বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের নতুন ভবনে মেডিক্যাল কলেজ গড়ার বিষয়ে বৈঠক হয়।

advertisement

আরও পড়ুন: ১ অক্টোবর থেকে আমদানি করা ওষুধের উপর ১০০% শুল্ক আরোপ ট্রাম্পের, জানুন ঠিক কী হতে চলেছে

বৈঠকে উপস্থিত ছিলেন ওই কমিটির চেয়ারম্যান তথা পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার শশাঙ্ক শেখর দেবনাথ, অন্যান্য চিকিৎসক, বিভিন্ন ভবনের অধ্যক্ষ ও আধিকারিকেরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মেডিক্যাল কলেজের অনুমোদনের জন্য সরকারি পদ্ধতি মেনে মেডিক্যাল কাউন্সিল থেকে শুরু বিভিন্ন স্তরে আবেদন জানাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

advertisement

তবে অনুমোদন মিললে এত বড় প্রকল্প বিশ্বভারতী কী ভাবে বাস্তবায়িত করবে, তা নিয়ে সংশয় রয়েছে। মেডিক্যাল কলেজ তৈরি হলে স্থানীয় বাসিন্দারা তার সুবিধা পাবেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে মেডিক্যাল কলেজ তৈরি হোক চাইছেন সকলেই।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Visva Bharati University Medical College: এবার বিশ্বভারতীতে তৈরি হবে মেডিক্যাল কলেজ! কবে জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল