তবে এবার মাধ্যমিকে অর্থাৎ জীবনের প্রথম পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে সে তাক লাগিয়ে দিল। সেলিম জানিয়েছে, তার মা বেঁচে থাকলে এই সাফল্যে অনেকটাই খুশি হতেন। তবে সেলিম তার এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছে তার মামাকে।
ট্রেনে চড়েই ‘বড়লোক’! এক স্টেশন থেকে উঠে পরের স্টেশনে নেমে যেতেন এই যাত্রী… GRP ধরতেই অবাক কাণ্ড!
advertisement
সেলিম জানিয়েছে প্রথম থেকেই পড়াশোনার জন্য তার মামা তাকে অনেক সাহায্য করেছে। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই সেলিম। এই সাফল্যে সে অনেকটাই আনন্দিত হয়েছে । সেলিমের ডান পায়ে সমস্যা রয়েছে, হাঁটা চলা করতে তার সমস্যা হয়। আর পাঁচটা ছেলে যেমন খেলাধুলা করত, সেলিম কিন্তু সেভাবে খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতো না। দিনে ৮ থেকে ১০ ঘণ্টা ধরে চলতো পড়াশোনা। অবসর সময়ে সেলিম গল্পের বই পড়তে ভালোবাসতো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই তার সবথেকে পছন্দের। গাছপালার দিকেও অল্প কিছুটা ঝোঁক রয়েছে।
সেলিমের মোট চারজন শিক্ষক ছিল। মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ৬৯২। বাংলায় পেয়েছে ১০০, ইংরাজিতে ৯৫, গণিতে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯, ইতিহাসে ৯৮ এবং ভূগোলে তার প্রাপ্ত নাম্বার ১০০। সেলিমের এই সাফল্যে তার গ্রাম জুড়েও বর্তমানে খুশির হাওয়া। নজরকাড়া সাফল্যে খুশি বহু মানুষ।পরীক্ষার তিন মাসের মধ্যেই মাধ্যমিকে পরীক্ষার ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। একেবারে ৭০ দিনের মাথায় ঘোষিত হল ফলাফল।
আজ, ২ মে ২০২৫, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই বছর মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রী এবং ৪,২৮,৮০৩ জন ছাত্র। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত, রাজ্যের ২,৬৮৩টি কেন্দ্র জুড়ে। গত বছর পূর্ব বর্ধমান জেলা থেকে ৪১ হাজার ৬০৬ জন মাধ্যমিক দিয়েছে। তবে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজার ৮৪৮ জন। পূর্ব বর্ধমানে ছাত্র থেকে ছাত্রির সংখ্যা বেশি। পূর্ব বর্ধমান থেকে পরীক্ষা দিয়েছিল ১৯ হাজার ৪৪৮ জন ছাত্র ও ২৬ হাজার ৪০০ জন ছাত্রী।
বনোয়ারীলাল চৌধুরী