বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশ্ববিদ্যালয়ের IQAC-র ডাইরেক্টর অধ্যাপক মধুমঙ্গল পাল এই নিয়ে টানা চার বার (২০২০ থেকে ২০২৩) শ্রেষ্ঠ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিলেন। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয় বার তিনি সার্বিকভাবে শ্রেষ্ঠ গবেষক বা বিজ্ঞানী (Career Report)-দের তালিকাতেও জায়গা পেয়েছেন।
সম্পূর্ণ কর্মজীবনে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য এই তালিকায় বিশ্বের ২ শতাংশ বিজ্ঞানীকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে অধ্যাপক শঙ্কর কুমার রায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এই নিয়ে টানা তৃতীয় বার জায়গা পেয়েছেন। টানা দ্বিতীয়বার এই তালিকায় জায়গা করে নিয়েছেন ড. শোভন সামন্ত, ড. চিরঞ্জীব জানা এবং ড. তপন সেনাপতিরা। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তরুণ অধ্যাপক ড. গণেশ গড়াইও এ বার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ২ শতাংশ শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন।
advertisement
বিশ্ববিদ্যালয়ের কাছে অত্যন্ত গর্বের বিষয়, আন্তর্জাতিক সংস্থা রিসার্চ ডট কম (Research.com)- এর তরফে গণিত (Mathematics) বিষয়ে গবেষণার মানের উপর নির্ভর করে বিশ্বব্যাপী যে সমীক্ষা চালানো হয়, তাতে এই নিয়ে দ্বিতীয়বার সারা দেশে একাদশতম (১১তম) এবং বিশ্বে ১৩৮৯-তম স্থানে আছেন অধ্যাপক মধুমঙ্গল পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন মাইতি এই তালিকায় যথাক্রমে ১০ম এবং ১১০৫-তম স্থান দখল করেছেন। ফলে খুশির হাওয়া জেলাজুড়ে।