Forensic Dept Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বিষয়ে আলাপ-আলোচনা করছেন। এই বিষয়ে শীঘ্রই তাঁরা কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। প্রার্থীদের এ ক্ষেত্রে ফরেনসিক সায়েন্সেসের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: ফেরারি থেকে বিশেষ BMW, বার্থডে বয় সচিনের গ্যারাজে কী সব গাড়ি রয়েছে জানেন?
advertisement
Forensic Dept Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
UPSIFS-এর অনুমতি সাপেক্ষে বর্তমানে মোট ১৩১টি আসন রয়েছে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে প্রার্থীদের মূলত অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক ক্যাডারের পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলেজে পর্নোগ্রাফি ক্লাস, শিক্ষক-পড়ুয়া একসঙ্গেই দেখবে নীলছবি! কী মারাত্মক কাণ্ড
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ স্টেট ইনস্টিটিউট অফ ফরেনসিক সায়েন্সেস (Uttar Pradesh State Institute of Forensic Sciences) |
পদের নাম: | একাডেমিক ও নন-একাডেমিক ক্যাডার |
শূন্যপদের সংখ্যা: | ১৩১ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | এডুকেশনাল কোর্স ও নন-অ্যাকাডেমিক ক্যাডার |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ তারিখ: কিছু জানানো হয়নি
Forensic Dept Recruitment 2022: বিশেষ ঘোষণা
প্রতিষ্ঠানের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন যে, সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে UPSIFS-এর অধীনে এডুকেশনাল কোর্স চালু করার কথা ভাবছেন তারা। এই বিষয়ে তাঁরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। বর্তমান পরিকল্পনা অনুযায়ী UPSIFS-এর অধীনে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে।
Forensic Dept Recruitment 2022: কোর্সের বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী জুন-জুলাই থেকে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু করা হবে। এর জন্য উপযুক্ত পরিকাঠামোও গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। ফরেনসিক সায়েন্স ইনস্টিটিউটের অধীনে সমগ্র পরিকাঠামো বাস্তবায়িত হলে শীঘ্রই এই কোর্স চালু করা সম্ভব হবে।